একটি দীর্ঘ প্রস্তুতিমূলক পদ্ধতি, যা জগতের কাছে অজানা, তা খ্রীষ্টিয়ান অনিয়ন্ত্রিতভাবে পাপে লিপ্ত হবার পূর্বে হৃদয়ে প্রবেশ করে। মন তাৎক্ষণিকভাবে বিশুদ্ধতা এবং পবিত্রতা হতে নৈতিক বিচ্যুতি ভ্রষ্টতা, অবিশুদ্ধতার দিকে নেমে আসে না। যা ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট বা পাশবিক বা শয়তানিতে পূর্ণ- তা থেকে ফিরে আসতে সময়ের প্রয়ােজন। দৃষ্টিপাত করে আমরা পরিবর্তিত হই। অপবিত্র চিন্তা চরিতার্থ করার মাধ্যমে মানুষ তার মনকে এরূপ শিক্ষিত করতে পারে যে, পাপ যা একবার সে ঘৃণা করেছিল, এখন তা তার মনে আনন্দদায়ক বলে মনে হবে।- “pp, p. 459. MYPBen 274.1