প্রশংসার সুরেলা ধ্বনি স্বর্গের বায়ুমণ্ডল জুড়ে রয়েছে; এবং যখন স্বর্গ পৃথিবীর সংস্পর্শে নেমে আসে, তখন সেখানে সুরেলা ধ্বনি এবং গান থাকে“ধন্যবাদ এবং প্রশংসার ধ্বনি।” MYPBen 282.1
নব-সৃষ্ট পৃথিবীর উর্ধ্বে, এটি স্থাপন করে, পরিষ্কার এবং নিষ্কলঙ্ক, ঈশ্বরের হাসির অধীনে, “প্রভাতীয় নক্ষত্রগণ একসঙ্গে আনন্দব করিল, ঈশ্বরের পুত্রগণ সকলে জয়ধ্বনি করিল।” সুতরাং মানবান্তঃকরণ স্বর্গের সঙ্গে সমবেদনার সূত্রে গাঁথা, স্বর্গ ঈশ্বরের উত্তমতার প্রতি প্রশংসা গান করে। মানব ইতিহাসের অনেক ঘটনার সঙ্গে সংযুক্ত ।... MYPBen 282.2