Go to full page →

প্রচার কাজের জন্য সঞ্চয় MYPBen 291

যে যুবক কর্মঠ এবং মিতব্যয়ী সে দরিদ্র হলেও ঈশ্বরের কাজের জন্য কছু না কিছু বাঁচাতে পারে। আমার বয়স যখন বারাে বৎসর, মিতব্যয়ীতা কি তা আমরা জানতাম। আমার বােনের সঙ্গে একটি ব্যবসা শিখেছিলাম, এবং যদিও আমরা এক দিনে মাত্র পঁচিশ সেন্ট আয় করতাম, এই টাকা থেকে মিশন কাজের উদ্দেশে কিছু কিছু করে জমা করে ত্রিশ ডলার বাঁচিয়েছিলাম। আর যখন প্রভুর সত্বর আগমনের বার্তা আমাদের কাছে এল, লােকবল এবং অর্থ কড়ির জন্য একটি আহ্বান এল, তখন আমরা বাবার কাছে ত্রিশ ডলার তুলে দেবার সুযােগ অনুভব করলাম, বাবাকে বললাম যেন এ অর্থ ছােট পত্রিকা এবং পুস্তিকা ছেপে যারা অন্ধকারে রয়েছে তাদের কাছে বিলিয়ে দেন MYPBen 291.3

যারা ঈশ্বরের কাজে হাত দেন তাদের সকলের কর্তব্য যেন তারা সময় এবং অর্থ ব্যবহারে মিতব্যয়ীতা শিক্ষা করে। যারা আলস্যের আচরণ অভ্যাস করে তারা, আমাদের কাছে যে গৌরবময় সত্য দেওয়া হয়েছে, তার প্রতি সামান্য গুরুত্ব দিয়ে থাকে; তাদের শিল্প শ্রমের অভ্যাস শিক্ষা করতে হবে, এবং ঈশ্বরের গৌরবার্থে নির্দিষ্ট লক্ষে দৃষ্টি রেখে কাজ করতে শিখতে হবে। MYPBen 291.4