Go to full page →

আত্মত্যাগ যারা MYPBen 292

সময় এবং অর্থ ব্যবহারে বিচার বুদ্ধি সঠিকভাবে ব্যবহার করে। , তাদের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। আমরা যে অর্থ আমাদের পেশায় অর্জন করেছিলাম আমার বােন এবং আমি তা দিয়ে নিজেদের জন্য কাপড়ের ব্যবস্থা করেছিলাম। আমরা আমাদের অর্থ মায়ের হাতে দিয়ে বলতাম, “এমন ভাবে খরচ করবে যেন আমরা আমাদের কাপড়ের টাকা। পরিশােধ করার পর, মিশনারি কাজে দেবার জন্য কিছু টাকা থাকে। সুতরাং মা তা করতেন, এভাবে আমাদের মধ্যে একটি মিশনারি আত্মা উৎসাহিত হল। MYPBen 292.1

দান করা হল আত্মত্যাগের ফল, যা দাতার কাছে একটি চমৎকার। সাহায্য। এটি একটি শিক্ষা সহভাগ করে আমাদেরকে আরও পূর্ণরূপে তার। কাজ বুঝতে সমর্থ করে তােলে- যিনি উত্তম কাজ করে বেড়াতেন, দুঃখ কষ্ট। লাঘব করতেন, এবং অভাব গ্রস্তদের অভাবে সরবরাহ জোগান দিতেন। ত্রাণকর্তা নিজেকে সন্তুষ্ট করতে বেঁচে থাকেন নি। তাঁর জীবনে স্বার্থপরতার। সামান্য লক্ষণও দেখা যায়নি। যদিও এই পৃথিবী তিনি নিজে সৃষ্টি করেছেন, তথাপি তিনি কোনাে কিছুই নিজের বাড়ি-ঘর বলে দাবি করেন নি। তিনি বলেছেন “শৃগালের গর্ত আছে, পাখীর বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক। রাখিবার স্থান নাই।” MYPBen 292.2