যদি আমরা আমাদের তালন্তের সদ্ব্যবহার করি, ঈশ্বরের আত্মা। অবিরত আমাদেরকে মহত্তর দক্ষতার দিকে পরিচালিত করেন। যে ব্যক্তি তার । তালন্তের সদ্ব্যবহার করেছিল, তাকে প্রভু বলেছিলেন, “উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তােমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত। করিব, তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও” মথি ২৫:২৩। এক। তালন্তধারী ব্যক্তি যদিও তার সর্বোত্তম কাজ করতে চেষ্টা করেছিল। যদি সে । তার প্রভুর সম্পত্তি নিয়ে কারবার করত তাহলে প্রভু তার তালন্ত বৃদ্ধি করতেন। MYPBen 292.3
ঈশ্বর প্রত্যেক ব্যক্তিকে, “তার কয়েকটি দক্ষতা অনুসারে তার কাজ দিয়েছেন।” ঈশ্বরের কাছে আমাদের দক্ষতার পরিমাপ রয়েছে, এবং তিনি জানেন, আমাদের উপরে কি প্রয়ােগ করতে হবে। যাকে বিশ্বস্ত দেখতে পাওয়া গেল, তার প্রতি এই আদেশ দেওয়া হল, তাকে মহত্ত্বর দায়িত্ব দেও। যদি সে ঐ সম্পত্তির প্রতি বিশ্বস্ত হয় তার প্রতি পুনরায় বলা হয়েছে, তাকে আরও দেও। এভাবে খ্রীষ্টের অনুগ্রহের মাধ্যমে সে যীশু খ্রীষ্টে একজন পূর্ণ মানবরূপে বৃদ্ধি পায় MYPBen 293.1
তােমার কি মাত্র এক তালন্ত আছে? তুমি পােদ্দারদের কাছে রাখ, দ্বারা জ্ঞানসম্পন্ন বিনিময়ের মাধ্যমে দ্বিগুণে বৃদ্ধি পাবে। তােমার হাত যা করতে সামনে পায় তা তােমার শক্তির সঙ্গে কর। তােমার তালন্ত এমন জ্ঞানপূর্বক ব্যবহার কর, যেন এটি নির্ধারিত উদ্দেশ্য পূর্ণ করে। অবশেষে তােমার জন্য যা বলা হবে ‘উত্তম’ তা শোনার জন্য তােমার কাছে সব কিছু মূল্যবান মনে হবে। কিন্তু কেবল যারা উত্তম কাজটি করছে, তার পক্ষে বলা। হবে “ভালােই” করেছ। MYPBen 293.2