যুবক-যুবতিদের নিজেদের জন্য ভালােবাসায় পূর্ণ একটি অন্তর রয়েছে। যুবক-যুবতিদের মধ্যে চিত্রকরের হাতের কাজের নিজের মুখমণ্ডল দেখার একটা প্রবণতা রয়েছে; আর একবার যে ছবি তােলা হয়েছে তাতে তারা সন্তুষ্ট নয়, তাই তারা বার বার ছবি তুলতে বলে, প্রতিবার তারা মনে করে এবারের ছবিটি আগের সব ছবির চেয়ে ভালাে হবে, এমনটি তারা তাদের চেহারার চেয়েও সুন্দর ছবি চায়। তাদের প্রভুর অর্থ এভাবে অপচয় করা হয়; কি কি ফল লাভ হয়? —“ Testimonies for the Church, Vol-1, p-500. MYPBen 311.1