অনেকে মিতব্যয়কে ঘৃণা করে থাকে, একে কৃপণতা ও সংকীর্ণতার সঙ্গে তালগােল পাকিয়ে ফেলে। তবে মিতব্যয় মনে প্রশস্ততা ও উদারতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। প্রকৃতপক্ষে, মিতব্যয় ছাড়া প্রকৃত উদারতা আসতে পারে না। আমাদের সঞ্চয় করতে হবে যেন দান করতে পারি । MYPBen 312.1
আত্মত্যাগ ছাড়া কেউই প্রকৃতভাবে অপরের মঙ্গল সাধন করতে পারে না। শুধু সরল জীবন যাপন, আত্মত্যাগ এবং দৃঢ়ভাবে মিতাচারের মাধ্যমেই খ্রীষ্টের প্রতিনিধি হিসেবে নিযুক্ত আমাদের পক্ষে কাজটি সম্ভব হয়ে ওঠে। অহংকার এবং জাগতিক উচ্চাকাঙ্খ অবশ্যই আমাদের অন্তর থেকে বের করে দিতে হবে। আমাদের সমস্ত কাজে, খ্রীষ্টের জীবনে প্রকাশিত নিঃস্বার্থপরতাকে আমাদের জীবনেও বয়ে নিয়ে যেতে হবে। আমাদের ঘরের দেওয়ালে, ছবিগুলােতে, আসবাবপত্রে আমাদের লিখে রাখতে হবে, সেই গরীবদের ঘরে আনুন যারা আমাদের ঘরের বাইরে পড়ে রয়েছে। আমাদের জামাকাপড় রাখার আলমারিগুলােতে যেন এরকম লেখা দেখতে পাওয়া যায়, “বস্ত্রহীনদের বস্ত্র দাও”, যা দেখে মনে হবে যেন ঈশ্বর নিজেই তার আঙ্গুল দিয়ে লিখে রেখেছেন। খাবার-ঘরে, টেবিলে বােঝাই করা পর্যাপ্ত পরিমাণে খাবার দেখে এমনটি মনে মনে বলা প্রয়ােজন, “তােমার রুটি (খাবারগুলাে) কি ক্ষুধার্তদের সঙ্গে ভাগ করা উচিৎ নয়?” MYPBen 312.2