Go to full page →

মঙ্গলজনক দ্বারগুলাে খুলে রাখুন MYPBen 312

আমাদের সামনে হাজার হাজার মঙ্গলজনক দ্বার খােলা রয়েছে। আমরা প্রায়ই সম্পদের অপ্রতুলতার জন্য দুঃখ করি, কিন্তু খ্রীষ্টিয়ানরা যদি সম্পূর্ণরূপে আন্তরিক হত, তবে তারা সম্পদ হাজার গুণে বৃদ্ধি করতে পারত। এটি স্বার্থপরতা এবং আত্ম-সেবা, যা আমাদের হিতকর কার্যে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। MYPBen 312.3

আমাদের চিন্তা ও সময় এবং শক্তি যা উধ্বস্থিত বিষয়গুলাের প্রতি নিয়ােগ করা উচিৎ ছিল তা কতই না কেবল অধিকতর পৌত্তলিক বিষয়গুলাে বৃদ্ধির জন্য নিয়ােজিত রাখা হয়! স্বার্থপর আনন্দের জন্য, ব্যয়বহুল এবং অস্বাস্থ্যকর খাবারের জন্য, ক্ষতিকর অমিতাচারের জন্য, এবং ব্যয়বহুল বাড়ি ও আসবাবপত্র তৈরির জন্য কতই-না টাকা-পয়সা নষ্ট করা হয়! উপহারের পেছনে কতই না বেহিসাবি খরচ করা হয় যা কারও উপকারে আসে না! প্রলােভনকারীর কাছ থেকে লােকদের উদ্ধার করতে অর্থ খরচ না করে, যা অপ্রয়ােজনীয়, যা প্রায়ই ক্ষতির কারণ হয় তার পেছনে আজ তথাকথিত খ্ৰীষ্টিয়ানরা অধিক অর্থ খরচ করছে, অনেক অনেকগুণ বেশি অর্থ ব্যয় করছে MYPBen 313.1

যারা খ্রীষ্টিয়ান বলে দাবি করে তারা পােশাক-পরিচ্ছদের পেছনে এত অধিক অর্থ ব্যয় করে যে অভাবগ্রস্তদের সাহায্য করতে তাদের হাতে আর কিছুই থাকে না। তারা মনে করে তাদের অবশ্যই দামী পেশা ও দামী অলঙ্কারাদি থাকা উচিৎ, তাতে সমস্যায় জর্জরিত অন্যরা তাদের নিজেদের জন্য এমন কি সাধারণ পােশাক-পরিচ্ছদ কিনতে পারল কি না-পারল তাতে তাদের কিছুই এসে যায় না। MYPBen 313.2