Go to full page →

ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সঞ্চয় MYPBen 313

আমার ভগ্নিরা, আপনারা যদি আপনাদের পােশাক-পরিচ্ছদের ব্যাপারে বাইবেলে প্রদত্ত নিয়ম অনুযায়ী প্রথাগত রীতি অনুসরণ করতেন, তাহলে আপনাদের গরীব ভগ্নিদের সাহায্য করার জন্য আপনাদের প্রচুর পরিমাণে অর্থকড়ি থাকত। আপনাদের শুধু সাহায্য করার উপায়ই থাকত না, আপনাদের সময়ও থাকত। সচরাচর এটিই সবচেয়ে বেশি প্রয়ােজন। এমন অনেক লােক আছে যাদের আপনি হয়ত শুধু পরামর্শ দিয়ে, সুবুদ্ধি এবং দক্ষতা দিয়ে সাহায্য করে থাকেন। এক ধরণের মহিলা আছে যারা ঈশ্বরের গৃহ থেকে দূরে থাকেন কারণ অন্যদের পােশাকের তুলনায় তাদের পােশাক এমনই মলিন ও বেমানানভাবে তৈরি যে তা অন্যদের চোখে পড়ে। এই বৈসাদৃশ্যের কারণে স্পর্শকাতর অনেক মানুষ আছে যারা এক ধরণের তিক্ত অবমাননা ও অবিচারের অনুভূতি লালন করে থাকে। আর এই কারণে অনেকে মনে মনে ধর্মের বাস্তবতা সম্পর্কে সন্দেহ করতে প্ররােচিত হয় এবং সুসমাচারের বিরুদ্ধে তাদের হৃদয় কঠিন করে থাকে। MYPBen 313.3

খ্রীষ্ট আমাদের আহ্বান জানান, “তােমাদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলাে আছে তা জড় কর, যাতে কোনাে কিছুই নষ্ট না যায়।” যখন হাজার হাজার লােক প্রতিদিন দুর্ভিক্ষে, রক্তপাতে, অগ্নিকাণ্ডে এবং মহামারিতে ধ্বংস হয়ে যাচ্ছে, তখন প্রত্যেক সদয় প্রেমিক দেখতে পাবে যে কোনাে কিছুই নষ্ট হয় নি, এবং কোন কিছুই অযথা ব্যয় করা হয় নি, এভাবেই সে মানব জাতির জন্য কল্যাণকর হতে পারবে। MYPBen 314.1

আমাদের সময় নষ্ট করা ভালাে নয়, আমাদের চিন্তাগুলাে নষ্ট করা। ভালাে নয়। আত্ম-অনুসন্ধানে নিবেদিত থেকে আমরা প্রতিটি মুহূর্ত হারাই। যদি প্রতিটি মুহূর্তের মূল্য দেওয়া হত এবং সঠিকভাবে বিনিয়ােগ করা হত, তাহলে আমাদের নিজেদের জন্য অথবা জগতের জন্য যা কিছু করা প্রয়ােজন তার সব কিছুই আমরা করতে পারতাম। অর্থ খরচের ব্যাপারে, সময়ের ব্যবহারে, শক্তি ব্যয়ে, সুযােগ গ্রহণের ক্ষেত্রে প্রত্যেক খ্রীষ্টিয়ানের ঈশ্বরের নির্দেশনার অন্বেষণ করা উচিৎ। “যদি তােমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচঞা করুক, তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে।” যাকোব ১:৫। —“মিনিস্ট্রি অব হিলিং, পৃষ্ঠা ২০৬-২০৮। MYPBen 314.2

------------------------------------------------