Go to full page →

পিতামাতাকে সুখী করা MYPBen 327

যে সন্তানরা খ্রীষ্টিয়ান তারা তাদের ঈশ্বর-ভয়শীল পিতামাতার প্রেম ও তাদের অধিকারকে জাগতিক সমস্ত প্রকার আশীর্বাদের উপরে স্থান দেবে। তারা তাদের পিতামাতাকে ভালােবাসবে এবং শ্রদ্ধা করবে। কিভাবে তাদের পিতামাতাকে সুখী করা যায় এটিই তাদের জীবনের মৌলিক শিক্ষা হওয়া উচিৎ। অসংযত এই যুগে, যে সন্তানরা সঠিক পরামর্শ ও নিয়মানুবর্তিতা শেখেনি, পিতামাতার প্রতি কর্তব্য ও বাধ্যবাধকতা সম্পর্কে তাদের খুব সামান্যই অনুভূতি রয়েছে। এক্ষেত্রে প্রায়ই এমনটি দেখা গেছে যে, তাদের পিতামাতা তাদের জন্য যতই করেছে তারা ততই অকৃতজ্ঞ হয়েছে এবং পিতামাতার প্রতি তাদের শ্রদ্ধাও কমে গেছে। MYPBen 327.3

যে সন্তানরা আদর ও সেবা যত্ন পেয়েছে তারা সব সময় এগুলাের প্রত্যাশা করে; আর যখনই তাদের প্রত্যাশা পূরণ না হয় তখনই তারা দুঃখিত ও হতাশাগ্রস্ত হয়। আর তাদের এই স্বভাব বা মেজাজ সারা জীবন ব্যাপি তাদের মধ্যে দেখা যায়; তারা অসহায় হয়, তারা আপরের সাহায্যের উপরে নির্ভরশীল হয়ে থাকে, অন্যরা তাদের প্রতি দয়া করবে সেই প্রত্যাশায় থাকে, আর তাদের অসহায়ত্বের কারণে তারা অন্যের কাছে আত্ম-সমর্পণ করে থাকে। আর তারা যখন কারাে দ্বারা বিরােধিতার সম্মুখীন হয়, তারা এমন কি বয়স্ক নর ও নারী হলেও, তারা মনে করে যে তারা নির্যাতিত হয়েছে; ফলে তারা জগতে তাদের জীবন যাপন নিয়ে শঙ্কিত হয়ে পড়ে, তাদের নিজের ওজনটিও বয়ে নিয়ে যেতে পারে না, কোন কিছুই তাদের জন্য মানানসই না হওয়ায় প্রায়ই তারা বচসা করে এবং ছটফট করতে থাকে ।...। MYPBen 328.1

সন্তানদের বােঝা উচিৎ, যে পিতামাতা শৈশব থেকে তাদের দেখাশােনা করে আসছেন এবং রােগে শােকে তাদের সেবা শুশ্রুষা করে আসছেন সেই পিতামাতার কাছে তারা খণী। তাদের উপলব্ধি করা প্রয়ােজন যে তাদের ব্যাপারে তাদের পিতামাতা অত্যাধিক দুশ্চিন্তায় ভুগেছেন। বিশেষ করে বিবেকবান, ঈশ্বরভয়শীল পিতামাতারা গভীরভাবে আগ্রহী থাকে যেন তাদের সন্তানরা সঠিক শিক্ষাটি গ্রহণ করে। তারা যখন তাদের সন্তানদের মধ্যে কোনাে দোষ দেখতে পায় তখন তাদের হৃদয় কতই না ভারাক্রান্ত হয়ে পড়ে। সন্তানরা যদি ঐ সমস্ত অন্তরে ব্যথার কারণ হয়ে থাকে তবে তারা তাদের কাজের মন্দ প্রভাব লক্ষ করতে পারবে, আর তারা নিশ্চিতভাবে তাদের নিষ্ঠুর কাজগুলাে ত্যাগ করবে। তারা যদি তাদের মায়ের চোখের জল দেখতে পেত, এবং তাদের পক্ষে তিনি তাদের জন্য ঈশ্বরের কাছে যে প্রার্থনা করেন তা যদি তারা শুনতে পেত, তারা যদি তাদের অবদমিত ও ভগ্ন হৃদয়ের দীর্ঘশ্বাস শুনতে পেত, তাহলে তাদের অনন্তর অনুভব করতে পারত, আর তারা দ্রুত তাদের অপরাধ স্বীকার করত এবং তাদের কাছে ক্ষমা চাইত ।... MYPBen 328.2