আমরা সন্তানদের জন্য এক দুর্ভাগ্যজনক যুগে বাস করছি। একটি প্রবল স্রোত সর্বনাশের তলদেশে নিয়ে যাচ্ছে, এবং এই স্রোতের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে বাল্যকালের অভিজ্ঞতা ও শক্তির চেয়ে অধিক কিছুর প্রয়ােজন, কিন্তু এর দ্বারা ভেসে গেলে চলবে না। সাধারণভাবে দেখে মনে হয় যুবকযুবতিরা শয়তানের দ্বারা বন্দি, আর সে ও তার দূতেরা তাদের নিশ্চিত ধ্বংসের দিকে পরিচালিত করছে। শয়তান এবং তারা সেনাবাহিনী ঈশ্বরের প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ করছে, এবং যারা তাদের অন্তর তাঁকে দেবার বাসনা করছে ও তাঁর আজ্ঞাসমূহ পালন করছে, শয়তান তার প্রলােভন দ্বারা মানসিক দ্বিধা-দ্বন্দ্বে ফেলে তাদের জয় করার চেষ্টা করছে, যাতে তারা হতাশাগ্রস্ত হয় এবং যুদ্ধে আত্ম-সমর্পণ করে। ...। MYPBen 329.1
আন্তরিক প্রার্থনা এবং বিশ্বাসে জীবন যাপনের মাধ্যমে মহা বিজয় অর্জিত হবে। কিছু কিছু পিতামাতা আছেন যারা উপলব্ধি করতে পারেন নি কত দায়িত্ব তাদের উপরে ন্যাস্ত আছে, আর তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষার ব্যাপারে তারা অবহেলা করেছে। প্রভাতে খ্রীষ্টিয়ানদের প্রথম চিন্তাগুলাে হওয়া উচিৎ ঈশ্বর কেন্দ্রিক। জাগতিক শ্রম এবং আত্ম-স্বার্থের ব্যাপারটি গৌণ হওয়া উচিৎ। প্রার্থনার সময়কে সন্তানদের ভক্তি ও শ্রদ্ধা করতে শিক্ষা দেওয়া উচিৎ। কাজের জন্য বাইরে যাওয়ার পূর্বে পরিবারের সকলকে একত্রিত হওয়া জন্য আহ্বান জানান প্রয়ােজন, আর তখন পিতা অথবা পিতার অবর্তমানে মাতা সারা দিন ব্যাপি তাদের সকলকে বিনতী সহকারে প্রার্থনা উৎসর্গ করে ঈশ্বরের চরণতলে রাখবেন। .. MYPBen 329.2