Go to full page →

গৃহকে সুখী করা MYPBen 331

এই সব যুবক-যুবতিরা যদি কোথাও আশীর্বাদ স্বরূপ হয়, তবে তা প্রথমে তাদের গৃহেই হওয়া উচিৎ। মিতাচারী কারণ, ন্যায্য বিচার, এবং উদ্ভাসিত বিবেকের সতর্ক সিদ্ধান্ত দ্বারা পরিচালিত না হয়ে তারা যদি ঝোঁকের কাছে আত্ম-সমর্পণ করে, তবে তারা কখনও সমাজের জন্য অথবা তাদের পিতার পরিবারের জন্য, এবং এই জগতে জন্য আশীর্বাদস্বরূপ হতে পারবে না, এবং তাদের জন্য অপেক্ষাকৃত ভালাে জগৎও বিপদগ্রস্ত হবে। MYPBen 331.3

অনেক যুবক-যুবতি এরকম একটি ধারণা পায় যে তাদের শৈশব ও কৈশরের জীবন যত্ন নেবার জন্য নকশাকৃত হয় নি, বরং নিষ্ক্রিয় আমােদ প্রমােদে, হাসি-তামাশা করে এবং অসংগত বিলাসিতায় কাটিয়ে দেবার জন্য নকশাকৃত হয়েছে। তারা যখন ইন্দ্রিয় সুখে এবং বােকামীপূর্ণ কাজে নিয়োজিত থাকে তখন তারা তা থেকে ক্ষণিকের তৃপ্তি ছাড়া আর কিছুই ভাবে না। তাদের চিত্ত-বিনােদনের জন্য আকাঙ্খা, সমাজের জন্য ভালােবাসা এবং নিছক খােশগঙ্কা ও হাসাহাসির প্রতি অনুরাগ, এ সবই প্রশ্রয় পেয়ে বৃদ্ধি পায়, আর তারা জীবনের আত্মনিয়ন্ত্রিত বাস্তবতার জন্য সমস্ত আকর্ষণীয় গুণগুলাে হারিয়ে। ফেলে, এবং গৃহের কর্তব্যগুলাে তাদের কাছে অনাকর্ষণীয় বলে মনে হয়। মনের চাহিদা পূরণ করার জন্য তাদের যথেষ্ট পরিবর্তিত অবস্থা থাকে না, আর। তারা অস্থির, বিরক্ত এবং খিটখিটে স্বভাবের হয়ে থাকে। নিজ গৃহকে সুখী ও আনন্দিত রাখা যে তাদের একটি দায়িত্ব এই সমস্ত যুবকদের তা অনুভব করা। উচিৎ। ...। MYPBen 332.1

যে কায়িক শক্তির উপর ব্যাপকভাবে বােঝা চাপিয়ে দেওয়া হয়েছে। তার একটি পরিবর্তন হয়ত কোনাে এক সময় খুবই প্রয়ােজন হতে পারে, যাতে তারা অপেক্ষাকৃত বৃহৎ কৃতকার্যের জন্য পুনরায় কায়িক শ্রমে নিয়ােজিত হতে। পারে। তবে পুরােপুরি বিশ্রামের প্রয়ােজন হয়ত নাও হতে পারে, অথবা। শরীরিক পরিশ্রমের ব্যাপারটি যতটা বিবেচনায় রাখা হয় সর্বোত্তম ফলাফলের । ব্যাপারে ততটা যত্নবান হওয়া যায়। MYPBen 332.2

তারা যখন এক ধরণের শারীরিক পরিশ্রমে দেহ-মনে ক্লান্ত হয়ে পড়ে তখন এমন কি তাদের মূল্যবান সময়গুলােকেও তুচ্ছ জ্ঞান করা উচিৎ। তখন। যে কাজগুলাে করতে শারীরিকভাবে ক্লান্ত হতে হয় না কিন্তু তা করলে তাদের মা ও বােনদের জন্য আশীর্বাদ স্বরূপ হয় সেই ধরণের কাজ খুঁজে তারা তা করতে পারে। যে দুঃখ কষ্টের বােঝাগুলাে নিজেদের কাঁধে নেওয়া উচিৎ তা নিজেদের কাধে নিয়ে তাদের উদ্বেগ ও উৎকণ্ঠা লাঘব করার মাধ্যমে তারা আনন্দ খুঁজে পেতে পারে যা আচরণ রীতির প্রস্রবণ থেকে উৎসারিত হয়, এবং যা তাদের প্রকৃত সুখের মধ্যে ঠেলে দেয়, আর তখন তাদের সময় কোনাে তুচ্ছ । কারণে অথবা স্বার্থপর বাসনা চরিতার্থে ব্যয় হবে না।—“টেস্টিমনিস ফর দ্যা চার্চ,” ৩ খণ্ড, পৃষ্ঠা ২২১-২২৩। MYPBen 332.3