Go to full page →

আরাধনার সময়—১১৫ MYPBen 333

বাইবেল অধ্যায়নের প্রতি ভালােবাসা জাগ্রতকরণ ও শক্তিশালীকরণের উপর আরাধনার সময়টি সদ্ব্যবহার করার ব্যাপারটি খুবই নির্ভর করে। সকাল ও সন্ধ্যার উপাসনার সময়টি সারা দিনের মধুরতম ও উপযুক্ততম সময় হওয়া উচিৎ। এটি মনে রাখা প্রয়ােজন যে প্রার্থনার এই সময়গুলােতে যেন কোন প্রকার দুশ্চিন্তা, নিষ্ঠুর চিন্তারাশি অবাঞ্ছিতভাবে প্রবেশ করতে না পারে; যাতে পিতামাতা ও সন্তানরা যীশুর সঙ্গে মিলিত হতে পারে, এবং গৃহে পবিত্র দূতদের উপস্থিতির জন্য আহ্বান জানাতে পারে। সভাকার্যটি যেন সংক্ষিপ্ত ও পূর্ণ জীবনদায়ক হয়, সময়ােপযােগী হয় এবং তা যেন ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বিষয়ের উপরে হয়। বাইবেল অধ্যয়নে সবাই যেন অংশগ্রহণ করে এবং মনে রাখার জন্য মাঝে মাঝে ঈশ্বরের আজ্ঞা যেন বারবার পাঠ করে। সুযােগ থাকলে মাঝে মাঝে ছােট ছােট ছেলেমেয়েদের আগ্রহ বদ্ধির জন্য বাইবেলের। নির্ধারিত কিছু কিছু অংশ পাঠ করা যেতে পারে। তারপর পঠিত সেই অংশ থেকে প্রশ্ন করুন এবং তাদেরও প্রশ্ন করতে উৎসাহিত করুন। এমন কিছু উল্লেখ করুন যা তাদের কাছে অর্থটির ব্যাখ্যা হিসেবে উপস্থাপিত হবে । সভাকার্যটি যখন খুব বেশি দীর্ঘায়িত নয়, তখন প্রার্থনায় ছােটদের অংশগ্রহণ করতে সুযােগ দিন, এবং একটি অংশ হলেও গানের সময় তাদের গান গাইতে সুযােগ দিন। MYPBen 333.1

এই ধরণের সভাকার্য যেভাবে করা উচিৎ প্রস্তুতির জন্য তার একটি চিন্তা পূর্বেই দিয়ে দেওয়া উচিৎ। আর পিতামাতারা প্রতিদিন বাইবেল অধ্যয়নের সময় তাদের সন্তানদের সঙ্গে রাখবেন। এতে কোনাে সন্দেহ নেই যে এটি করার জন্য অনেক প্রচেষ্ট ও পরিকল্পনার প্রয়ােজন এবং কিছু কিছু ত্যাগ-তিতীক্ষার প্রয়ােজন; তবে এই প্রচেষ্টার জন্য তারা চমৎকার প্রতিদান পাবেন।—“এডুকেশন,” পৃষ্ঠা ১৮r৬। MYPBen 333.2