Go to full page →

বাধার সম্মুখীন হওয়া MYPBen 40

আর আমাদের পথের সামনে যত বাধা আছে তার মুখােমুখি হতে হবে, এবং এক একবারে সেগুলাে জয় করতে হবে । আমরা যদি প্রথম বাধাটি জয় করতে পারি তবে পরবর্তী বাধাকে জয় করার জন্য আমরা আরও শক্তিশালী হব, আর এগিয়ে যাবার জন্য প্রতিটি প্রচেষ্টায় আমরা আরও ভালাে করতে পারব। যীশুর দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে আমরা আরও ভালােভাবে জয়লাভ করব। আমাদের দৃষ্টি সমস্যাগুলাের প্রতি আবদ্ধ রেখে এবং ন্যায়ের পক্ষে আন্তরিকভাবে যুদ্ধ না করে ভয়ে পিছিয়ে আসার কারণে আমরা দুর্বল এবং বিশ্বাসশূন্য হয়ে পড়ি। MYPBen 40.1

একটির পর একটি পদক্ষেপ ফেলে উচ্চতম স্থানে আরােহণ করা। যেতে পারে, এবং অবশেষে পাহাড়ের সর্বোচ্চ শিখরে ওঠা যেতে পারে। দীর্ঘ জীবনব্যাপি তােমার জন্য করণীয় কাজের যে বিশাল স্তুপ পড়ে রয়েছে তা দেখে তুমি ভারাবনত হইও না, কারণ ঐ বিশাল কাজগুলাে তােমাকে একবারেই করতে হবে না। তােমার মধ্যকার প্রতিটি শক্তিকে তােমার প্রতিদিনকার কাজগুলাে করতে দেও, প্রতিটি মূল্যবান সুযােগের সদ্ব্যবহার কর, ঈশ্বর যে সমস্ত সহায় তােমাকে দেন সেজন্য তাঁর প্রশংসা কর, এবং উন্নতির সােপানে ধাপে ধাপে উঠে যাও। মনে করবে যে, তােমাকে একটি দিন বাঁচতে হবে, কারণ বাঁচার জন্য ঈশ্বর তােমাকে একটি দিন দিয়েছেন, আর তখন স্বর্গের পুস্তকগুলাে দেখাবে যে প্রতিটি সুবিধা ও সুযােগকে তুমি কতটা মূল্য দিয়েছ। এভাবে তুমি ঈশ্বরের দেওয়া প্রতিটি দিন উন্নতি করতে পার, আর অবশেষে তুমি শুনতে পাবে প্রভু তােমাকে বলছেন, “সাবাস, তুমি উত্তম ও বিশ্বস্ত দাস।” দ্যা ইয়ুথস্ ইন্সট্রাক্টর, জানুয়ারি ৫, ১৮৯৩। MYPBen 40.2