তােমার নাগালের মধ্যেই অসীম সম্ভাবনা লুকিয়ে রয়েছে। ঈশ্বর মানুষের জন্য যে শব্দটি ব্যবহার করেন, তা হল ঈশ্বরের পুত্র। “এখন আমরা ঈশ্বরের সন্তান; এবং কি হইব, তাহা এই পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি, তিনি যখন প্রকাশিত হইবেন, তখন আমরা তাহার সমরূপ হইব; কারণ তিনি যেমন আছেন, তাঁহাকে তেমনি দেখিতে পাইব। আর তাঁহার উপরে এই প্রত্যাশা যে কাহারও আছে, সে আপনাকে বিশুদ্ধ করে, যেমন তিনি বিশুদ্ধ।” ১ যােহন ৩:২, ৩। যা কিছু নিম্নমানের এবং নিকৃষ্ট তা থেকে দূরে সরে যাও এবং মানুষের কাছে এবং প্রেমময় ঈশ্বরের কাছে শ্রদ্ধার পাত্র হওয়ার জন্য উচ্চ মর্যাদায় উন্নিত হও এটিই তােমার জন্য সুযােগ। MYPBen 41.1
যুবক-যুবতিদের কাছে এবং সকল বয়সের লােকদের কাছে ঈশ্বর যে ধর্মীয় কাজগুলাে দিয়েছেন, তা দেখায় যে তাদের সকলের প্রতি তার শ্রদ্ধা রয়েছে। তিনি তাদের আত্মশাসনের কাজ দিয়েছেন। পরিত্রাণ ও আত্মােন্নয়নের কাজে তিনি তাদের অংশীদার হতে আহ্বান জানান। একজন পিতা যেমন তার ব্যবসায়ে তার পুত্রকে অংশীদার হিসেবে নেন, একই ভাবে প্রভুও তার সন্তানদের তাঁর সঙ্গে তাঁর নিজের কাজে অংশীদার করেন। ঈশ্বরের সঙ্গে একত্রে আমাদেরও কর্মী করা হয়েছে। যীশু বলেন, “তুমি যেমন আমাকে জগতে প্রেরণ করিয়াছ, দ্রুপ আমিও তাহাদিগকে জগতে প্রেরণ করিয়াছি।” যােহন ১৭:১৮। তুমি কি শয়তানের ও পাপের দাস হয়ে তােমার নাম যীশুর খাতায় শত্রু হিসেবে নথিভুক্ত হওয়ার চেয়ে বরং ঈশ্বরের একজন সন্তান হয়ে থাকতে চাইবে না? MYPBen 41.2
যুবক ও যুবতিদের খ্রীষ্টের অনুগ্রহ অধিক প্রয়ােজন, যাতে তারা তাদের দৈনন্দিন জীবনে খ্রীষ্টিয় নীতিমালা ধারণ করতে পারে। খ্রীষ্টের আগমনের জন্য প্রস্তুতি হল খ্রীষ্টের মাধ্যমে সর্বোচ্চ গুণাবলী চর্চার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ। নিজের চরিত্রকে সুন্দর একটি আকৃতিদানের ক্ষেত্রে প্রত্যেক যুবক-যুবতির জন্য এটি একটি সুযােগ। তবে সে ক্ষেত্রে ইতিবাচক মনােভাব নিয়ে যীশুর কাছে কাছে থাকা প্রয়ােজন। তিনিই আমাদের বল ও শক্তি ও দক্ষতা। এক মুহুর্তের জন্যও আমরা নিজেদের উপরে নির্ভর করতে পারি না। ... MYPBen 41.3