আমরা এমন একটি যুগে বসবাস করছি যা যুবক-যুবতিদের জন্য দুর্ভাগ্যজনক। সমাজের উদ্বুদ্ধকারী প্রভাব যুবক-যুবতিদের তাদের মনের স্বাভাবিক গতিকে অনুসরণ করতে সুযােগ করে দেয়। তাদের সন্তানরা যদি খুবই উচ্ছখল স্বভাবের হয়, পিতামাতারা নিজেদের এই বলে সান্তনা দিয়ে থাকে যে তারা যখন বড় হবে তখন তারা নিজেরাই সমস্ত মন্দ অভ্যাসগুলাে পরিত্যাগ করে এক একজন কার্যকর নর ও নারী হয়ে উঠবে। এটি তাদের কতই না ভুল চিন্তা! বছরের পর বছর যারা শত্রুদের তাদের হৃদয় উদ্যানে বপন করতে সুযােগ দেয়, এবং বৃদ্ধি পেতে ও বলবান হওয়ার ক্ষেত্রে ভুল নীতিসমূহের কারণে যারা ভুগে থাকে, তারা যাকে সুখের পথ বলে মনে করে দৃশ্যত তারা সেখানকার গুপ্ত বিপদসমূহ এবং সেই পথের ভয়ানক সমাপ্তি উপলব্ধি করতে পারে না। অধিকাংশ ক্ষেত্রে পরবর্তীতে এই যুবক-যুবতিদের জন্য যে প্রচেষ্টাই গ্রহণ করা হােক না কেন তা কোনই উপকারে আসে না। MYPBen 365.3
নামেমাত্র খ্ৰীষ্টিয়ানদের মধ্যে সাধারণত ধর্মের প্রতি শিথিলতা লক্ষ করা যায়, এবং অন্যান্য মণ্ডলীর সদস্য-সদস্যারা জাগতিক যে সমস্ত বিষয়গুলাের দ্বারা অনুপ্রাণিত হয় সেগুলাের প্রভাবকে প্রতিরােধ করা এই সমস্ত যুবক-যুবতিদের পক্ষে কঠিন হয়ে পড়ে। অধিকাংশ নামমাত্র খ্রীষ্টিয়ান, যখন তারা খ্রীষ্টের জন্য জীবন যাপন করে বলে ঘােষণা দেয়, সত্যিকার অর্থে তারা জগতের জন্য জীবন যাপন করে। তারা স্বর্গীয় বিষয়গুলাের উৎকর্ষতা সম্পর্কে ধারণাও করতে পারে না, এবং সেই কারণে তারা সেই সমস্ত বিষয়গুলােকে প্রকৃত পক্ষে ভালােও বাসতে পারে না। অনেকে নিজেদের খ্রীষ্টিয়ান বলে দাবী করে থাকে কারণ খ্রীষ্ট ধর্মকে সম্মানজনক হিসেবে বিবেচনা করা হয় । অনেকেরই ধারণা নেই যে প্রকৃত খ্রীষ্টিয়ান হওয়ার অর্থ কুশ বহন করা, আর তাই তাদের ধর্মে জাগতিক আনন্দে অংশগ্রহণ করা থেকে তাদের বিরত রাখতে খুব সামান্যই অবদান রাখতে পারে। MYPBen 366.1
কেউ কেউ নৃত্যশালায় প্রবেশ করে, এবং তাদের সাধ্যমত সমস্ত প্রকার চিত্তবিনােদনে অংশ নেয়। অন্যরা ঐ পর্যায়ে যেতে পারেন না, তারা আনন্দদায়ক কোন পার্টিতে, বনভােজনে, কোনাে প্রদর্শনীতে এবং জাগতিক অন্য কোনাে চিত্তবিনােদনে অংশ নেয় এবং অধিকাংশ বিবেকের চক্ষু এই সকল স্থানে তাদের উপস্থিতি ও অবিশ্বাসী লােকদের উপস্থিতির মধ্যে কোনাে পার্থক্য অনুধাবন করতে ব্যর্থ হয়। MYPBen 366.2
বর্তমান সামাজিক অবস্থায় কোনাে পিতামাতাকে তাদের সন্তানদের ফিরিয়ে আনতে বলা, এবং তাদের বাইবেল অনুযায়ী সঠিক নিয়ম মাফিক পরিচালনা করতে পরামর্শ দেওয়া অত সহজ কাজ নয়। ছেলেমেয়েরা প্রয়ই বাধার মুখে অসংযত হয়ে ওঠে, এবং আনন্দের জন্য তারা তাদের নিজেদের পছন্দমত নিজের পথে বেরিয়ে যায় এবং ইচ্ছামত সময়ে ফিরে আসে। বিশেষকরে, দশ থেকে ১৮ বছর পর্যন্ত তারা এমনটিই মনে করে যে, জাগতিক যুব সমাবেশের সঙ্গে সংশ্লিষ্ট থাকাতে কোনাে ক্ষতির কিছু নেই। কিন্তু অভিজ্ঞতাসম্পন্ন খ্ৰীষ্টিয়ান পিতামাতারা সেখানে বিপদ দেখতে পান। তারা তাদের সন্তানদের মধ্যে অদ্ভুত মেজাজ লক্ষ্য করেন, এবং তাদের মনের উপর এর প্রভাবসমূহ সম্পর্কে জানেন; আর তাদের সন্তানেরা যাতে পরিত্রাণ পায় সেই আকাথা থেকে তাদের উচিৎ তাদের সন্তানদের এই সমস্ত উত্তেজনাকর চিত্তবিনােদন থেকে ফিরিয়ে আনা। MYPBen 366.3
সন্তানরা নিজেরা যখন জাগতিক বিনােদনসমূহ পরিত্যাগ করার সিদ্ধান্ত নেয় এবং খ্রীষ্টের শিষ্য হয়, তখন সতর্ক এবং বিশ্বস্ত পিতামাতার অন্তর থেকে কত বড়ই না একটি দুশ্চিন্তা দূর হয়ে যায়! তথাপি তখনও পিতামাতার অন্তরবেদনা একেবারে মুছে যায় না। এই সমস্ত যুবক-যুবতিরা সবে পাপ এবং স্বভাবসূলভ অন্তরের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করেছে, আর তাই পিতামাতাদের কাছ থেকে তাদের জন্য বিশেষ সতর্ক দৃষ্টি এবং পরামর্শের প্রয়ােজন । MYPBen 367.1