বিশ্রামবার পালনকারী যুবক-যুবতিরা, যারা জাগতিক প্রভাব থেকে বেরিয়ে এসেছে তাদের পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং প্রমাণ করতে হবে । শেষকালের ভয়ানক বিপদসমূহ আমাদের কাছে এসে পড়েছে, এবং সেই সঙ্গে যুবসমাজের প্রতিও পরীক্ষা এসে পড়েছে যা তারা হয়ত ধারণাও করতে পারে নি। তারা হতবুদ্ধিকর জটিল অবস্থার মধ্যে পড়বে, আর তাদের বিশ্বাসের অকৃত্রিমতা প্রমাণিত হবে। তাদের অনেকে নিজেদের মনুষ্যপুত্রের অন্বেষী বলে দাবী করবে; তথাপি তাদের মধ্যে কেউ কেউ অবিশ্বাসীদের কাছে বেদনাদায়ক এক উদাহরণ হয়ে থাকবে। তারা জগৎকে পরিত্যাগ করতে রাজি হয়নি, বরং তারা এই বলে নিজেদের সান্ত্বনা দিয়ে জাগতিক আনন্দের জন্য বনভােজন ও অন্যান্য সমাবেশে যােগ দিয়েছে যে ওগুলাে নিতান্তই নির্দোষ বিনােদন। তথাপি এটি এমন ধরণের প্রশংসা দান যে এটি তাদের ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে, এবং তাদের জগতের সন্তান হিসেবে তৈরি করে। MYPBen 367.2
কেউ কেউ সব সময় জগৎ নিয়ে সন্তুষ্ট থাকতে ব্যতিব্যস্ত। তাদের দৃষ্টিভঙ্গি এবং অনুভূতিগুলাে খ্রীষ্টের জন্য আত্মােৎসকারীদের তুলনায় জগতের সঙ্গে অপেক্ষাকৃত অধিক ঐক্য ও সামঞ্জস্য বজায় রাখে। যারা মন থেকে সর্বোত্তমভাবে তাদের নিজেদের ইচ্ছা আকাঙ্খর সঙ্গে একাত্ম প্রকাশ করে স্বাভাবিকভাবে তারা তাদেরই সঙ্গ পেতে খুবই পছন্দ করে। আর এই ধরণের লােকেরা ঈশ্বরের লােকদের উপর অতিমাত্রায় প্রভাব বিস্তার করে থাকে । তারা তাদের সঙ্গে অংশগ্রহণ করে, এবং তাদের মধ্যে নিজেদের প্রভাব বিস্তার করে; তবে মণ্ডলীতে তারা অবিশ্বাসীদের জন্য, দুর্বলদের জন্য এবং অপবিত্র লােকদের জন্য এক একটি পত্র। পরিমার্জনাকারী এই সময়ে এই সমস্ত অধ্যাপকেরা সত্যের প্রতি বাধ্য হয়ে হয় পুরােপুরি পরিবর্তিত হবে এবং পবিত্ৰীকৃত হবে, নতুবা জাগতিক পুরস্কার গ্রহণ করতে গিয়ে তারা জগতের সঙ্গে মিশে যাবে। MYPBen 367.3
ঈশ্বর কোনাে আনন্দ অন্বেষণকারী তাঁর নিজের বলে গ্রহণ করতে চান। । শুধু যারা আত্মত্যাগী, এবং আত্মসংযমী, নম্র ও পবিত্রভাবে তাদের জীবন। যাপন করে, তারাই যীশুর প্রকৃত অনুসারী। আর এই ধরণের লােকেরা জগৎ প্রেমের শূন্যগর্ভ আলাপচারিতা এবং চপলতা পছন্দ করতে পারে না। MYPBen 368.1