খ্রীষ্টের প্রকৃত অনুসারীরা আত্মত্যাগ করবে। তারা জাগতিক চিত্তবিনােদনের স্থানগুলাে পরিত্যাগ করবে, কারণ তারা সেখানে যীশুকে দেখতে পায় না সেখানে তারা এমন কোন প্রভাবের দ্বারা প্রভাবিত হতে পারে না যা তাদের স্বর্গমনা করে তুলবে এবং তাদের অনুগ্রহে বৃদ্ধি পেতে সাহায্য করবে। ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতা তাদের এই সমস্ত বস্তু থেকে বেরিয়ে আসতে, এবং পথক হতে পারিচালিত করবে। MYPBen 368.2
যীশু বলেন, “অতএব তােমরা উহাদের ফল দ্বারাই উহাদিগকে চিনিতে পারিবে” মথি ৭:২০। খ্রীষ্টের প্রকৃত অনুসারীরা তাঁর গৌরবের জন্য ফল ধারণ করে। তাদের জীবনের সাক্ষ্য যে একান্ত চেষ্টায় ঈশ্বরের আত্মা দ্বারাই তারা তাদের মাঝে ভালাে কাজ করতে পেরেছেন, এবং তাদের ফলগুলাে পবিত্র হয়েছে। তাদের জীবন উৎকৃষ্ট এবং বিশুদ্ধ। সঠিক কার্যকলাপ প্রকৃত ধার্মিকতার নির্ভুল ফলাফল, আর যারা এই ধরণের কোনাে ফল ধারণ করে না। তারা এ কথাই ব্যক্ত করে যে ঈশ্বরের কোন বিষয়ে তাদের কোনাে অভিজ্ঞতা নেই। তারা দ্রাক্ষালতায় নেই। যীশু বলেন, “আমাতে থাক, আর আমি তােমাদের মধ্যে থাকি; শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, দ্রুপ আমাতে না থাকিলে তােমরাও পার না। আমি দ্রাক্ষালতা, তােমরা শাখা; যে আমাতে থাকে, এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়; কেননা আমা ভিন্ন তােমরা কিছুই করিতে পার না।” যােহন ১৫:৪, ৫। MYPBen 368.3
যারা সত্য ঈশ্বরের ভজনা করবে তারা অবশ্যই তাদের প্রতিটি দেবতাকে বলি দেবে। যীশু ব্যবস্থাবেত্তাকে বলেছিলেন, “তােমার সমস্ত অন্তঃকরণ, তােমার সমস্ত প্রাণ ও তােমার সমস্ত মন দিয়া তােমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে, এইটি মহৎ ও প্রথম আজ্ঞা।” মথি ২২:৩৭, ৩৮। দশ আজ্ঞার প্রথম চারটি আজ্ঞার মূল নীতি হচ্ছে ঈশ্বরের প্রতি ভালােবাসা বিচ্ছিন্ন না করা। এমন কি তার উপরে কোনাে কিছুকে আমরা প্রাধান্য দেব না। যা-কিছু। আমাদের ঈশ্বরের কাছ থেকে পৃথক রাখে সেগুলােকে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মধ্য থেকে দূর না করি ততক্ষণ পর্যন্ত আমরা উন্নত খ্রীষ্টিয়ানের অভিজ্ঞতা অনুভব করতে পারি না। MYPBen 369.1
মণ্ডলীর মহান মন্তক, যিনি তাঁর লােকদের জগৎ থেকে মনােনয়ন করেন, তিনি চান তারাও যেন জগৎ থেকে পৃথক হয়। তিনি তার ঐ আজ্ঞাগুলাের সারমর্মের একটি নকশা প্রস্তুত করেন, যেন তিনি তাঁর অনুসারীদের তার কাছে টানতে পারেন, যা তাদের জাগতিক সমস্ত বস্তু থেকে আলাদা করবে। জগতের আনন্দ ও ভােগবিলাসিতা এবং জগতের সঙ্গে বন্ধুত্ব থেকে ঈশ্বরকে ভালােবাসা এবং তাঁর আজ্ঞা পালন করার বিষয়টি বহু দূরের ব্যাপার। খ্রীষ্ট ও শয়তানের সঙ্গে কোন ঐক্য নেই। MYPBen 369.2