Go to full page →

প্রকৃত ধর্মের বাস্তবতা MYPBen 66

কোনাে কোনাে লােক এটা মনে করে একটি মারাত্মক ভুল করে যে, উচ্চ পেশা প্রকৃত সেবার জন্য প্রতিবন্ধকস্বরূপ। কিন্তু যে ধর্ম কাজে ব্যবহারিক নয়, তা খটি ধর্ম নয়। সত্যিকারে পরিবর্তন আমাদেরকে আমাদের সহমানবের সঙ্গে আমাদের আচরণের যথাযথ প্রতিশ্রুতি রক্ষা করে। এটি আমাদের প্রতিদিনের কাজে আমাদেরকে বিশ্বস্ত করে। খ্রীষ্টের প্রত্যেক সরল অনুসারী দেখাবে যে, বাইবেলের ধর্ম তাকে তার তালন্ত ব্যবহারে তার প্রভুর সেবায় যােগ্য করে তােলে। MYPBen 66.2

“কাজে অলসতা নয়।” এই কথাগুলাে প্রত্যেক প্রকৃত খ্রীষ্টিয়ানের জীবনে পূর্ণতা লাভ করবে। এমন কি যদিও কাজটি তােমার কাছে নিরস বা একঘেয়ে খাটুনি বলে মনে হতে পারে, তুমি যেভাবে এটি সম্পন্ন কর তদ্বারা তুমি এটিকে সমর্থ করে তুলতে পার। এটি প্রভুর কাজ মনে কর। হৃষ্টচিত্তে এবং স্বর্গ-জাত মর্যাদাপূর্ণ মনে করে কর। এটি আদর্শ নীতি, যা কাজে আনীত হয় যা প্রভুর দৃষ্টিতে সম্পূর্ণরূপে গ্রহণযােগ্য করে। প্রকৃত সেবা পৃথিবীতে ঈশ্বরের সর্বনিম্ন শ্রেণীর দাসগণকে স্বর্গের সর্বোচ্চ দাসগণের সঙ্গে সংযুক্ত করে। ... । MYPBen 66.3

ঈশ্বরের পুত্র এবং কন্যারূপে, খ্রীষ্টিয়ানদের উচিৎ তারা যেন তাদের সামনে সুসমাচারের মধ্যে স্থাপিত উচ্চ আদর্শে পৌছবার জন্য প্রাণপণ চেষ্টা করে। সিদ্ধতা অর্জনেই তাদের সন্তুষ্ট হওয়া ছাড়া আর কিছুই নেই; কেননা খ্রীষ্ট বলেন, “তােমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ তােমরাও দ্রুপ সিদ্ধ হও।” MYPBen 66.4