Go to full page →

পবিত্ৰীকৃত জীবন MYPBen 67

আসুন, আমরা ঈশ্বরের পবিত্র বাক্য অধ্যয়ন করি, এর পবিত্র নীতিমালা আমাদের জীবনে আনয়ন করি। আসুন আমরা নম্রতা এবং সমবেদনায় ঈশ্বরের সম্মুখে গমনাগমন করি, প্রতিদিন আমাদের অন্যায় সংশােধন করি। স্বার্থপরতাজনিত অহংকার দ্বারা আমরা ঈশ্বর হতে জীবন পৃথক না করি। আধিপত্যের অহংকার গর্ববােধ না করি, অন্যদের অপেক্ষা নিজেকে উত্তম বিবেচনা না করি। “যে কেহ দাঁড়াইয়া আছে, সে সাবধান। হউক, পাছে সে পড়িয়া যায়।” যদি তােমরা খ্রীষ্টের ইচ্ছার বশীভূত হও, তবে শান্তি এবং বিশ্রাম তােমার কাছে আসিবে। অতঃপর খ্রীষ্টের প্রেম হৃদয়ে রাজত্ব করিবে, কর্মশক্তির গােপন জোয়ার ত্রাণকর্তার নিকটে বন্দীত্বে আনয়ন করিবে। সহজে উত্তেজিত মেজাজ খ্রীষ্টের অনুগ্রহ তৈলে প্রশমিত হবে। পাপের ক্ষমা বােধ সেই শান্তি আনয়ন করবে যা সব জ্ঞান দান করবে। যা কিছু খ্রীষ্টের বিশুদ্ধতার বিপরীত তার সব কিছুর ওপরে বিজয় লাভের জন্য একান্ত চেষ্টা করবে। অনৈক্য দূরীকৃত হবে। যে ব্যক্তি কেবল তার চারপাশের লােকদের দোষ খুঁজে পায়, সে দেখবে যে, তার নিজের চরিত্রে মস্ত বড় সব অন্যায়। রয়েছে। MYPBen 67.1

এমন এমন ব্যক্তি আছে যারা সত্য শােনে, এবং বুঝতে পারে যে, তারা খ্রীষ্টের বিরােধীতায় জীবন যাপন করছে। তাদের দোষারােপ করা হয়েছে। এবং তারা ব্যবস্থা লঙ্ঘনের জন্য অনুশােচনা করছে। খ্রীষ্টের যােগ্যতার উপরে নির্ভর করে, তাতে বিশ্বাস করে তারা পাপের ক্ষমা লাভ করে। যেমন তারা পাপ কাজ থেকে বিরত থাকে এবং সৎ কাজ করে, তারা অনুগ্রহ এবং ঈশ্বর জ্ঞানে বুদ্ধি লাভ করে। তারা দেখে যে, জগৎ থেকে পৃথক হতে হলে তাদের ত্যাগ স্বীকার করতে হবে; আর, এর মূল্য গণনা করার পর, তারা লক্ষ করবে যে, সব কিছু হারিয়েও তার খ্রীষ্টকে লাভ করেছে। তারা খ্রীষ্টের সেনাবাহিনীতে তালিকাভুক্ত হয়েছে। তাদের সম্মুখে সংগ্রাম, এবং তারা সাহসপূর্বক হৃষ্টচিত্তে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে; তাদের স্বভাবগত ইচ্ছার বিরুদ্ধে এবং স্বার্থপর বাসনার বিরুদ্ধে সংগ্রাম করে তারা নিজেদেরকে খ্রীষ্টের ইচ্ছার অধীনে আনয়ন করে। তারা প্রতিদিন প্রভুর অন্বেষণ করে যেন তারা শক্তিশালী হয় এবং সাহায্য লাভ করে। এটি প্রকৃত মন পরিবর্তন। ম্রতা এবং কৃতজ্ঞতাপূর্ণ নির্ভরশীলতায়, যে ব্যক্তি একটি নতুন হৃদয় লাভ করেছে সে খ্রীষ্টের সাহায্যের ওপর নির্ভর করে। সে তার জীবনের ধার্মিকতার ফল উৎপাদন করে। সে একদা নিজেকে নিয়ে মত্ত ছিল। জাগতিক আমােদ-প্রমােদ ছিল তার আনন্দ। এখন তার প্রতিমা বা দেবতা সিংহাসনচ্যুত এবং ঈশ্বরই সেখানে রাজত্ব করেন। যে পাপ কাজগুলােকে সে একবার ভালােবেসেছে, এখন সে তা ঘৃণা করে। দৃঢ়ভাবে এবং স্থির চিত্তে পবিত্রতার পথ অনুসরণ করে। - The Youth Instructor, Sept. 26, 1901. MYPBen 67.2