Go to full page →

তােমার লক্ষ্য উচ্চে তুলে ধর MYPBen 93

অনেককে ঈশ্বর চমৎকার কাজ করার জন্য যােগ্যতা দিয়েছেন, তারা খুব অল্পই সম্পন্ন করে, কেননা তারা খুব অল্পই চেষ্টা করে। হাজার হাজার লােক এমন ভাবে তাদের জীবন অতিবাহিত করে, মনে হয় যেন তাদের বেঁচে থাকার নিশ্চিত কোনো উদ্দেশ্য নেই; লক্ষ্যে পৌছবার কোনাে মানদণ্ড নেই। এ ধরণের লােকেরা তাদের কাজ অনুসারে পুরস্কার লাভ করবে MYPBen 93.3

স্মরণে রাখবে যে, তুমি যে লক্ষ্য স্থির করেছ, তা থেকে কখনও একটি উচ্চ লক্ষ্যে পৌছাতে পারবে না। তা হলে তুমি ধাপে ধাপে, আত্ম-অস্বীকার এবং আত্ম ত্যাগ দ্বারা উন্নতির পূর্ণ দৈর্ঘ্য বেয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যাও; যদিও তা বেদনাদায়ক প্রচেষ্টা হতে পারে; কিছুই তােমার পথে বাধা সৃষ্টি না করুক। কোনাে মানবসত্তার ক্ষেত্রে এমন দৃঢ় ভাবে ভাগ্য নির্ধারিত হয়নি যে তাকে অসহায় এবং অনিশ্চয়তা নিয়ে থাকতে হবে। পরিস্থিতির বিরােধিতা করতে হলে একটি অটল সিদ্ধান্ত নিতে হবে। প্রতিটি প্রতিবন্ধকতা ভেঙ্গে ফেলার সাফল্য তােমাকে সামনের দিকে এগিয়ে যাবার জন্য মহা দক্ষতা এবং সাহস দান করবে। সঠিক লক্ষ্যে পৌছতে হলে একটি দৃঢ় ইচ্ছা পােষণ কর। এবং পরিস্থিতি তােমার সহায় হবে, প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে না। MYPBen 93.4