Go to full page →

চরিত্রের প্রতিটি মাধুর্য অনুশীলন কর MYPBen 94

চরিত্রের প্রতিটি মাধুর্য অনুশীলনে, প্রভুর গৌরবের জন্য উচ্চাকাঙক্ষী হও। তােমার চরিত্র গঠনের প্রতিটি ক্ষেত্রে তুমি ঈশ্বরকে সন্তুষ্ট কর। এটি তুমি করতে পার; কেননা হনােক একটি অধঃপতিত যুগে বসবাস করেও তাকে সন্তুষ্ট করেছিলেন। আমাদের এই যুগেও হনেক রয়েছে। MYPBen 94.1

সেই বিশ্বস্ত দক্ষ রাষ্ট্রশাসন— দানিয়েলের মত দাড়াও, যাকে কোনাে প্রলােভনই ভ্রষ্ট করতে পারে নি। তাকে নিরুৎসাহিত কর না, যিনি তােমাকে এত ভালােবাসলেন যে, তিনি তােমার পাপরাশি বাতিল করে দেবার জন্য তার নিজের জীবন সমর্পণ করলেন। তিনি বলেন, “আমা ভিন্ন তােমরা কিছুই করতে পার না” — এটি স্মরণে রাখতে হবে। যদি তুমি ভুল করে থাক, এবং যদি তুমি এই সব ভুল দেখতে পাও, এবং সেগুলাে সতর্ক বাণীর বাতি ঘর মনে কর, তাহলে তুমি নিশ্চয়ই বিজয় লাভ করবে। এভাবে তুমি পরাজয়কে বিজয়ে রূপ দেবে, শত্রুকে নিরুৎসাহিত করবে, এবং, তােমার মুক্তিকর্তাকে সমাদর করবে। MYPBen 94.2

স্বর্গীয় প্রতিমূর্তি অনুসারে গঠিত একটি চরিত্র একমাত্র ধন যা তুমি এই পৃথিবী হতে পরবর্তী পৃথিবীতে নিয়ে যেতে পার। যারা এই পৃথিবীতে খ্রীষ্টের নির্দেশের অধীন, তারা তাদের সঙ্গে করে স্বর্গীয় বাটীতে প্রতিটি ঐশ্বরিক সাফল্য নিয়ে যাবে। আর আমরা স্বর্গে অবিরত উৎকর্ষ সাধন করব। তাহলে ইহ জগতে চরিত্র গঠন কতই না গুরুত্বপূর্ণ। MYPBen 94.3