Go to full page →

অকৃত্রিম খ্ৰীষ্টিয় অভিজ্ঞতা — ৩৪ MYPBen 125

আমি দেখলাম যদি যুবক-যুবতিদের মধ্যে সম্পূর্ণ পরিবর্তন না হয়, একটি ব্যাপক পরিবর্তন না আসে, তাহলে তারা স্বর্গের বিষয়ে হতাশ হতে পারে। আমাকে যা দেখানাে হয়েছে, অর্ধেকেরও কিছু বেশি যুবক-যুবতি আছে। যারা মুখে ধর্ম ও সত্যকে স্বীকার করে এবং তারা প্রকৃত পক্ষে পরিবর্তিত হয়েছে। যদি তারা প্রকৃত পক্ষে পরিবর্তিত হয়েও থাকে, তাহলে তারা ঈশ্বরের গৌরবার্থে ফলধারণ করবে। অনেকে একটি অনুমিত প্রত্যাশার ওপরে ঝুঁকে আছে, যাদের প্রকৃত ভীত্তি নেই। জলাশয় পরিষ্কার নয়, সুতরাং যে জলস্রোত থেকে জল প্রবাহিত হচ্ছে তা বিশুদ্ধ নয়। জলাশয় পরিষ্কার কর, তাহলে জলস্রোত বিশুদ্ধ হবে। MYPBen 125.1

তােমার অন্তঃকরণ যদি পবিত্র থাকে তাহলে তােমার কথা-বার্তা, পােষাক, পরিচ্ছদ, কার্যকলাপ সবই বিশুদ্ধ হবে। প্রকৃত ধার্মিকতার অভাব রয়েছে। আমি আমার প্রভুকে এত বেশি অসমাদর করব না যতটা একজন উদাসীন, হেলাফেরা করা ও প্রার্থনাহীন খ্ৰীষ্টিয়ান ব্যক্তি করে। না; একজন খ্রীষ্টিয়ানকে তার চারপাশের সব কিছুর উপর বিজয়ী হতে হবে, তার প্রচন্ড আবেগের উপর বিজয়ী হতে হবে। পাপ-পীড়িত আত্মার জন্য একটি প্রতিকার রয়েছে। এই প্রতিকার হলেন যীশু খ্রীষ্ট। মহামহিম ত্রাণকর্তা! সবচেয়ে দুর্বলতম ব্যক্তির জন্যও তাঁর পর্যাপ্ত অনুগ্রহ রয়েছে; আর সব ব্যক্তিকেও অবশ্যই তার অনুগ্রহ লাভ করতে হবে, নতুবা সে বিনষ্ট হবে। MYPBen 125.2