Go to full page →

ত্রাণকারী অনুগ্রহ MYPBen 125

আমি লক্ষ করলাম কিভাবে এই অনুগ্রহ লাভ করা যায়। তােমার নিভৃত কক্ষে যাও, এবং একাকী সেখানে ঈশ্বরের কাছে অনুতাপ কর: “আমাতে এক বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি কর, আমার অন্তরে সুস্থির আত্মাকে নূতন। করিয়া দেও।” আন্তরিক হও, সরল হও। একান্ত প্রার্থনায় অনেক কিছু লাভ হয়। যাকোবের মত প্রার্থনায় সংগ্রাম কর । আরব কর। উদ্যানে যীশুর রক্তের বড় বড় ফোটা ঘামের আকারে ঝরেছিল; তােমার প্রাণপণ চেষ্টা করতে হবে। ঈশ্বরের শক্তি উপলব্ধি না করা পর্যন্ত গােপন স্থান পরিত্যাগ করবে না; অতঃপর জেগে থাক, আর তুমি যে পর্যন্ত জেগে প্রার্থনা কর, সে পর্যন্ত তুমি এ সব মন্দ অবরােধ করে রাখতে পার, এবং ঈশ্বরের অনুগ্রহ তােমার মধ্যে প্রকাশিত হবে। MYPBen 125.3

ঈশ্বর না করুন যে, আমি তােমাদের সতর্ক করে দেওয়া থেকে বিরত থাকি। যুব বন্ধুগণ, তুমি সর্বান্তঃকরণে ঈশ্বরের অন্বেষণ কর। উৎসাহ নিয়ে এস, এবং যখন সরলভাবে উপলব্ধি কর যে, ঈশ্বরের সাহায্য ব্যতিরেকে তুমি বিনষ্ট হবে, যখন তুমি আকুলভাবে তাঁর কাছে আকাক্ষা কর, হরিণী যেমন জলস্রোতের তীরে জলের আকাভক্ষা করে, এইভাবে কর, তাহলে সদাপ্রভু দ্রুত। তােমাকে শক্তিমন্ত করবেন। অতঃপর তােমার শান্তি সব কিছুতে বর্তিবে । যদি তুমি পরিত্রাণ প্রত্যাশা কর, তােমাকে প্রার্থনা করতে হবে। সময় ব্যয় কর। ব্যস্ত হইও না এবং তােমার প্রার্থনায় অসতর্ক হবে না । ঈশ্বরের কাছে চাও যেন তিনি তােমাতে পুঙ্খানুপুঙ্খরূপে সংস্কার কাজ সাধন করেন, যেন তােমার মধ্যে আত্মর ফল বিরাজ করে, এবং তুমি জগতে আলােরূপে জ্বলে উঠতে পার। বাধা স্বরূপ হবে না অথবা ঈশ্বরের কাজে অভিশাপের কারণ হবে না; তুমি একজন সাহায্যকারী স্বরূপ হতে পার, একটি আশীর্বাদস্বরূপ হতে পার। শয়তান কি তােমাকে বলে যে, তুমি পূর্ণরূপে এবং বিনা মূল্যে পরিত্রাণ উপভােগ করতে পারবে না? তাকে বিশ্বাস কর না। MYPBen 126.1