Go to full page →

চিরকালের জন্য শিক্ষা-৫০ MYPBen 170

যােহন লিখেছেন, “যুবকেরা, তােমাদের লিখলাম, কারণ তােমরা বলবান, এবং ঈশ্বরের বাক্য তােমাদের অন্তরে বাস করে, আর তােমরা সেই পাপাত্মাকে জয় করেছ।” পৌল তিমথীয়কে উপদেশ দিয়েছেন, “স্থির চিত্ত হও।” তােমার জীবনকে উন্নত কর যেমন দানিয়েল, একজন বিশ্বস্ত, বাহিনীগণের সদাপ্রভুর সুস্থির দাস করেছিলেন। তােমার চলার পথের বিষয় সুন্দর করে ভাব; কারণ তুমি পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছ, ঈশ্বরের দূতগণ তােমার পাশে আছেন। MYPBen 170.1

এটি ঠিক যে, তােমাকে উপলব্ধি করতে হবে যে, তােমাকে শিক্ষার সর্বোচ্চ সােপানে উঠতে হবে। দর্শন শাস্ত্র এবং ইতিহাস গুরুত্বপূর্ণ অধ্যয়ন; কিন্তু তােমার সময় এবং অর্থ কোনাে কাজে লাগবে না যদি তােমার ঈশ্বর সমাদর না থাকে এবং মানব কল্যাণের বিষয় না ভাব। বিজ্ঞান সম্পর্কিত জ্ঞান যদি তােমার উন্নতি লাভের সর্বোচ্চ উপায় না হয় তবে তা মূল্যহীন। MYPBen 170.2

যে শিক্ষা জ্ঞানকে সজ্জিত না করে এবং স্থায়ী না হয় তবে তা উদ্দেশ্যহীন। যদি তুমি তােমার সম্মুখে স্বর্গ এবং ভবিষ্যৎ অনন্ত জীবন না রাখ, তাহলে তােমার লক্ষ্য বস্তুর কোনাে স্থায়ী মূল্য নেই। কিন্তু যীশু যদি তােমার সপ্তাহের মাত্র একদিনের শিক্ষক না হয়ে প্রতি দিনের প্রতি ঘণ্টার শিক্ষক হন, তাহলে তােমার অর্জিত জ্ঞানের উপরে তার হাসি দেখা যাবে। - “ Fundamentals of Christian Education ”, pp 191, 192. MYPBen 170.3