প্রয়ােজনীয় হাতের কাজ সুসমাচার পরিকল্পনার একটি অংশ। মহান শিক্ষক, মেঘস্তম্ভের ভিতর আচ্ছাদিত থেকে ইস্রায়েল সন্তানদের নির্দেশ এবং পরিচালনা দিচ্ছিলেন যেন প্রত্যেক যুবককে কোনাে-না-কোনাে কাজ শিক্ষা দেওয়া হয়। সুতরাং যিহূদীদের প্রথা ছিল যে হােক ধনী কিম্বা দরিদ্র, প্রত্যেক শ্রেণীর লােকেরা তাদের পুত্র কন্যাদের কিছু কিছু ব্যবহারিক পেশা শিক্ষা দিবে; যেন, যখন প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়, তখন অন্যদের উপর নির্ভর করতে না হয়, কিন্তু তারা তাদের নিজেদের অভাব নিজেরাই মেটাতে পারে। তাদেরকে সাহিত্য বিষয়ক কার্যপ্রণালী শিক্ষা দেয়া যেতে পারে, কিন্তু তাদের অবশ্যই কিছু হাতের কাজ শিক্ষা দিতে হবে। এটি তাদের শিক্ষার একটি অপরিহার্য বিষয় বলে বিবেচনা করা হত। MYPBen 171.1