Go to full page →

ছাত্র-ছাত্রীদের সুবর্ণ সুযােগ—৫৩ MYPBen 176

ছাত্র-ছাত্রীরা, তােমাদের শিক্ষক শিক্ষয়িত্রীদের সঙ্গে সহযােগিতা রক্ষা কর। তুমি যখন এটা কর, তখন তুমি তাদেরকে আশা এবং উৎসাহ প্রদান কর। তুমি তাদেরকে সাহায্য করছ; এবং একই সময় তুমি তােমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করছ। মনে রাখবে, তােমার শিক্ষকগণের নিরাপদ স্থানে। দাড়িয়ে থাকা, তাদের একটি স্বীকৃতি প্রাপ্ত কৃতকার্যতা তােমার উপরে নির্ভর করে। একটি মহত্তর জ্ঞানে তােমাদেরকে শিক্ষানবীশ হতে হবে, দেখতে হবে ঈশ্বর শিক্ষকদের পেছনে রয়েছে, এবং শিক্ষক তার সঙ্গে সহযােগিতা করছেন। তােমার কাজের সুবর্ণ সুযােগ দ্রুত অতিবাহিত হচ্ছে। তােমার আত্মতৃপ্তির সময় নেই। তুমি কেবল একান্তভাবে কঠোর চেষ্টার মাধ্যমে প্রকৃত সুখ। খুঁজে পাবে। তুমি যখন স্কুলে সময় যাপন কর ওটিই তােমার সুবর্ণ সুযােগ। তােমার ছাত্র জীবন যথা সম্ভব নিখুঁৎ করে তােল। এ পথে তুমি কেবল একবারই চলবে। তুমি কৃতকার্য হও বা ব্যর্থ হও এ পথ তােমার সঙ্গেই থাকবে। যেমন তুমি যখন বাইবেলের জ্ঞানার্জনে কৃতকার্য হও; তুমি তখন। সহভাগ করার জন্যই সঞ্চয় করছ। MYPBen 176.1