Go to full page →

অন্যদের সাহায্য করা MYPBen 176

তােমার যদি একজন সহপাঠি ছাত্র থাকে যে বেশী ভালাে করছে না, তবে সে যেখানে দুর্বল তাকে সেখানে বুঝিয়ে দেও। এতে তােমার নিজের। জ্ঞান বৃদ্ধি পাবে। সহজ বাক্য ব্যবহার কর; তােমার ধারণাগুলি এমন ভাষায়। বল যা পরিষ্কার, সহজ এবং বােধগম্য MYPBen 176.2

তােমার সহ ছাত্রকে সাহায্য করে তুমি তােমার শিক্ষকদের সাহায্য করছ। যার মন দৃশ্যত প্রায়ই অনুভূতিহীন, সে একজন শিক্ষক অপেক্ষা তার। সহছাত্রের নিকট হতে তাড়াতাড়ি শিখবে। এটি এমনই সহযােগিতা যা খ্রীষ্ট পালন করতে আদেশ করেন। মহান শিক্ষক তােমার সহবর্তী আছেন, যে পিছে। পড়ে আছে, তাকে সাহায্য করছেন। তােমার স্কুল জীবনে যারা দুর্বল এবং অজ্ঞ এবং ঈশ্বরের বাক্যের চমত্তার সত্য সম্পর্কে জানে না, তাদের কাছে বলার তােমার সুবর্ণ সুযােগ হতে পারে। এমন প্রতিটি সুযোগের সদ্বব্যবহার কর। এভাবে প্রভু তােমাকে। প্রতিটি মুহূর্তে আশীর্বাদ করবেন।-“ Testimonies for the Church ”, vol 7, pp. 275, 276. MYPBen 176.3