Go to full page →

অত্যাবশ্যক বিষয়গুলাের ওপরে পূর্ণাঙ্গ প্রভুত্ব MYPBen 177

একটি নিচু মন নিয়ে সন্তুষ্ট হইও না। বিদ্যালয়ে যােগদানে, নিশ্চিত হতে হবে যে, তােমার আদর্শ ও পবিত্র বিষয়ের প্রতি দৃষ্টি রয়েছে। সামনের দিকে অগ্রসর হও কারণ, তােমার বাসনা তুমি প্রভুর দ্রাক্ষাক্ষেত্রের কোনাে-না - কোনাে স্থানে কাজে উপযুক্ত হতে চাও, এই লক্ষ্যে পৌছতে তােমার যা করতে হয় তার সব টুকু কর। অন্যরা তােমার জন্য যেটুকু করে দেবে, তার চেয়ে তুমি নিজে অধিক করতে পার । তুমি নিজে যা করতে পার, তাই যদি কর, তবে তােমার অধ্যক্ষ এবং শিক্ষকদের কত বড়ই না একটা বােঝা তুমি তুলে নিচ্ছ! MYPBen 177.1

সাহিত্য বিষয়ক উচ্চতর শাখায় অধ্যয়নের চেষ্টার পূর্বে, তােমাকে নিশ্চিত হতে হবে যেন তুমি পূর্ণাঙ্গ রূপে ইংরেজী গ্রামারের সহজ সরল নিয়মগুলাে বুঝতে পার এবং নির্ভুল ভাবে পড়তে এবং লিখতে এবং বানান করতে শিখেছ। MYPBen 177.2

তােমার পরবর্তী জীবন কালে যা খুব সামান্য উপকারে লাগবে তা শেখার জন্য সময় ব্যয় কর না। উচ্চ শ্রেণীর একটি জ্ঞান অর্জনের চেষ্টা না করে বরং সর্ব প্রথম শুদ্ধভাবে ইংরেজী ভাষায় কথা বলতে শিক্ষা কর। হিসাব রক্ষকের কাজ শিক্ষা কর। ঐ সব অধ্যয়নের লাইনের একটি জ্ঞান অর্জন কর যা তুমি যেখানেই থাক না কেন সেখানেই তােমাকে সাহায্য করবে। - “ Counsels to Teachers, Parents, and Students,” pp. 218, 219. MYPBen 177.3