Go to full page →

অপবিত্র পুরোহিতদিগকে বাছিয়া ফেলা হইবে LDEBeng 127

একটি বিরাট বিচার্য্যবিষয় (রবিবার আইন বলবৎকরণ) যাহা খুবই সন্নিকট তাহা যাহাদিগকে ঈশ্বর মনোনীত করেন নাই তাহাদিগকে বাছিয়া ফেলিবে এবং তাঁহার অন্তিম বর্ষার নিমিত্ত প্রস্তুত একটি পবিত্র, খাঁটি, পবিত্র যাজককুল থাকিবে। —3SM 385 (1886). LDEBeng 127.5

অনেকে আমাদের পুলপিটে, মিথ্যা ভাববাণীর মশাল, শয়তানের নারকীয় মশাল হইতে জ্বালাইয়া হস্তে লইয়া দাঁড়াইবে।... LDEBeng 127.6

অনেকে আমাদের মধ্য হইতে বাহির হইয়া যাইবে, যাহারা আর নিয়ম সিন্দুক বহন করিবে না। কিন্তু ইহারা সত্যকে প্রতিরোধ করিতে প্রাচীর গড়িতে পারিবে না; কারণ ইহা শেষ কাল পৰ্য্যন্ত সম্মুখে উর্দ্ধে চলিতে থাকিবে। — TM 409, 411 (1898). LDEBeng 128.1

পুরোহিতগণ ও ডাক্তারগণ হয়তো বিশ্বাস হইতে সরিয়া পড়িবে, যেমন বাক্য এই কথা বলে তাহারা যাইবে; এবং ঈশ্বর তাহার দাসীর মাধ্যমে যে বার্তা দান করিয়াছেন তাহা বলে, তাহারা যাইবে। — 7MR 192 (1906). LDEBeng 128.2