Go to full page →

মন্ডলীকে মনে হইবে পতনোন্মুখ LDEBeng 128

ঈশ্বরের ঝাঁকুনী শুষ্ক পত্রের ন্যায় বহুলোককে উড়াইয়া লইয়া যাইবে। 4T 89 (1876). LDEBeng 128.3

যে ক্ষেত্রে কেবল পুষ্টগমের আস্তরণ দেখা যায় সে স্থান হইতেও চিটা মেঘের ন্যায় বাতাসে উড়িতে থাকিবে। 5T81 (1882). LDEBeng 128.4

শীঘ্রই ঈশ্বরের লোকেরা অগ্নিপরীক্ষা দ্বারা পরীক্ষিত হইবে এবং ইহাদের অধিকাংশ যাহাদিগকে এখন আসল ও খাঁটি মনে হইতেছে তাহারা অবরধাতু (খাদ) প্রমাণিত হইবে .... LDEBeng 128.5

যখন খ্রীষ্টের ধর্মকে চরম অবজ্ঞা এবং তাঁহার আজ্ঞাকে চরম তুচ্ছজ্ঞান করা হয় তখন আমাদের উদ্যম উষ্ণতম এবং আমাদের সাহস ও দৃঢ়তা অবিকম্পিত হওয়া আবশ্যক। যখন সংখ্যাগরিষ্ঠেরা আমাদিগকে পরিত্যাগ করিয়া যাইবে, সদাপ্রভুর সংগ্রামে যুদ্ধ করিতে বীরের সংখ্যা অল্প ইহাই আমাদের পরীক্ষা হইবে। এই সময় আমরা অন্যের শীতলতা হইতে উষ্ণতা, তাহাদের ভয় হইতে সাহস, তাহাদের বিশ্বাসঘাতকতা হইতে আনুগত্য অর্জন করিব। 5T136 (1882). LDEBeng 128.6

মন্ডলীকে পতনোন্মুখ দেখা যাইবে, কিন্তু ইহা পতিত হয় না যখন সিয়োনের পাপীগণকে চালিয়া ফেলা হয় মূল্যবান গম হইতে তুষ পৃথক করা হয়, ইহা থাকে । ইহা একটি ভয়ানক অগ্নিপরীক্ষা, কিন্তু তথাপি ইহা সংঘটিত হইতেই হইবে। —2SM 380 (1886). LDEBeng 128.7

ঝড় আসিতে থাকিলে, একটি বৃহত্তর শ্রেণী যাহারা তৃতীয় দূতের বার্তায় বিশ্বাস স্থাপন করিয়াছে, কিন্তু সত্য পালন করিয়া পবিত্রীকৃত হয় নাই, তাহারা তাহাদের অবস্থান পরিবর্তন করিয়া বিরোধী দলে যোগদান করিবে। —GC 608 (1911). LDEBeng 128.8