Go to full page →

ঈশ্বরের বিশ্বস্তগণ প্রকাশিত হইবে LDEBeng 128

ঈশ্বরের বহু বিশ্বস্ত দাস রহিয়াছে যাহারা ঝাঁকুনী এবং পরীক্ষার সময়ে দেখিবার নিমিত্ত প্রকাশিত হইবে। অনেক মূল্যবান আত্মা লুকায়িত রহিয়াছে যাহারা তাহাদের জানু বালের নিকট নত করে নাই। তোমাদের নিকট যে জ্যোতি কেন্দ্রীভূত ভাবে উজ্জ্বল এই জ্যোতি তাহাদের নিকট ছিল না। কিন্তু হয়তো কর্কশ ও অনাকর্ষনীয় বহিরাবরণের মধ্য হইতে প্রকৃত খ্ৰীষ্টিয়ান চরিত্রের বিশুদ্ধ জ্যোতি প্রকাশিত হইবে। দিবালোকে আমরা আকাশের তারাকারাজি দেখিতে পাই না । তাহারা আকাশমন্ডলে রহিয়াছে, কিন্তু চক্ষু তাদের দেখিয়া চিহ্নিত করিতে পারে না। রাত্রিকালে আমরা তাহাদের প্রকৃত দীপ্তি দেখিতে পাই। —5S 80, 81 ( 1882). LDEBeng 128.9

প্রত্যেকটি অত্যাচারের ঘটনা সংঘটিত হইলে সাক্ষীগণ খ্রীষ্টের পক্ষে বা তাঁহার বিপক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে। যাহারা মনুষ্যদের অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করিলে তাহাদের প্রতি সহানুভূতি প্রকাশ করে। যাহারা তাহাদের প্রতি তিক্ত নহে, তাহারা খ্রীষ্টের প্রতি সংযুক্তি প্রকাশ করে। —ST Feb. 20, 1901. LDEBeng 129.1

বিরোধিতা উদ্ভূত হউক, গোঁড়ামী ও অসহিষ্ণুতা পুনরায় আন্দোলিত হউক, অত্যাচার জ্বলিয়া উঠুক, অর্দ্ধচিত্ত এবং ভন্ডরা পিছু হটিবে এবং বিশ্বাস ত্যাগ করিবে; কিন্তু খাঁটি খ্রীষ্টিয়ান প্রস্তরের ন্যায় দৃঢ় হইয়া দন্ডায়মান থাকিবে, তাহার বিশ্বাস শক্তিমন্ত এবং তাহার আশা সমৃদ্ধির দিন অপেক্ষা অধিক উজ্জ্বল থাকিবে। —GC 602 (1911). LDEBeng 129.2