Go to full page →

খ । স্বতন্ত্র খ্রীষ্টিয়ানের নিকট ব্যক্তিগত প্রয়োগ LDEBeng 133

অগ্রিম বর্ষা মন পরিবর্তন করে; শেষবর্ষা খ্রীষ্টের ন্যায় চরিত্র পরিস্ফুটিত করে LDEBeng 133.5

যে সাহায্য আমাদিগকে প্রথম শুরু করিতে সক্ষম করে, আমরা আমাদের অভিজ্ঞতায় তাহা কখনও পরিহার করিতে পারি না । অগ্রিম বর্ষার প্রভাবে যে আশীর্বাদ প্রাপ্ত হই তাহা শেষ পর্য্যন্ত প্রয়োজনীয়।...আমরা পবিত্র আত্মার নিমিত্ত ঈশ্বরের অন্বেষণ করিতে তাহা আমাদের মধ্যে ধৈর্য্যশীলতা, মনের নম্রতা, শেষ বর্ষা সম্পূর্ণ করিতে ঈশ্বরের উপর সচেতন নির্ভর নিমিত্ত কার্য্য করিবে। Tm 507, 509 (1897). LDEBeng 133.6

পবিত্র আত্মা প্রত্যেক ব্যক্তির অন্তরে বাস করিবার নিমিত্ত অন্বেষণ করিতেছেন। যাহারা তাঁহাকে সম্মানিত অতিথিরূপে স্বাগত জানাইবে, তাঁহাকে গ্রহণ করিবে তাহাদিগকে খ্রীষ্টে সম্পূর্ণ করা হইবে। সুচিত্ত উত্তম কার্য্য সমাপ্ত হইবে; পবিত্র চিন্তা, স্বর্গীয় মমত্ব, এবং খ্রীষ্টের ন্যায় কাৰ্য্যকলাপ, কুচিন্তা, বিকৃত ভাবাবেগও বিদ্রোহী কার্য্যকলাপের স্থান গ্রহণ করিবে। — CH 561 (1896). LDEBeng 133.7

আমাদের কিছু পরিমাণ ঈশ্বরের আত্মা থাকিতে পারে, কিন্তু প্রার্থনা ও বিশ্বাস দ্বারা অবিরত আরও অধিক পরিমাণে আত্মার অন্বেষণ করিব। ইহা কখনই আমাদের প্রচেষ্টা বন্ধ করিবে না। আমরা যদি অগ্রসর না হই, আমরা যদি আমাদিগকে অগ্রিম বর্ষা এবং শেষ বর্ষা গ্রহণ করিবার মনোভাবে স্থাপন না করি, আমরা আমাদের আত্মাগণকে হারাইব, এবং ইহার দায়িত্ব আমাদের নিজের দ্বারে আসিয়া পড়িবে।... LDEBeng 134.1

মন্ডলীর সভাসমিতিতে, যেমন ক্যাম্প মিটিং, গৃহমন্ডলীর সমাবেশ, এবং আত্মালাভের নিমিত্ত ব্যক্তিগত কার্য্য করিবার অনুষ্ঠান, এইগুলি অগ্রিম এবং শেষ বর্ষা দিবার ঈশ্বর নির্ধারিত সুযোগ। — Tm 508 (1897). LDEBeng 134.2

ঈশ্বরের আত্মার নিমিত্ত যখন পথ প্রস্তুত হইবে, তখন আশীর্বাদ আসিবে । শয়তান আকাশের দ্বার রূদ্ধ করিয়া পৃথিবীতে বৃষ্টিপাত বন্ধ করিতে পারে, কিন্তু সে ঈশ্বরের লোকদের উপরে আশীর্বাদ বর্ষণ বন্ধ করিতে পারিবে না। — 1SM 124 (1887). LDEBeng 134.3