Go to full page →

পবিত্র আত্মা অবতরণের নিমিত্ত আমরা একাগ্রভাবে প্রার্থনা করিব LDEBeng 134

শিষ্যেরা পঞ্চাশত্তমীর দিনে যেরূপ প্রার্থনা করিয়াছিল, আমাদেরও তদ্রুপ একাগ্রভাবে প্রার্থনা করিতে হইবে। সেই সময় যদি তাহাদের প্রয়োজন হইয়া থাকে, বর্তমানে আমাদের আরও অধিক প্রয়োজন। — 5T158 (1882) LDEBeng 134.4

পবিত্র আত্মার অবতরণ ভবিষ্যতে ঘটিবে বলিয়া মন্ডলী আশা করে, কিন্তু মন্ডলীর তাহা এখনই পাইবার বিশেষ অধিকার রহিয়াছে; ইহার নিমিত্ত অন্বেষণ কর, প্রার্থনা কর, বিশ্বাস কর। আমাদিগকে অবশ্যই ইহা পাইতে হইবে, এবং স্বর্গ ইহা প্রদান করিবার অপেক্ষায় রহিয়াছে। — Ev 701 (1895). LDEBeng 134.5

আমাদের ইচ্ছা এবং বিশ্বাসের অনুশীলনের অনুপাত অনুযায়ী আমরা পবিত্র আত্মা প্রাপ্ত হইব, এবং জ্যোতি এবং জ্ঞান ব্যবহারের ক্ষমতানুযায়ী আমাদিগকে দত্ত হইবে। -RH May 5, 1896. LDEBeng 134.6

আমরা আমাদের আবেদন ও পবিত্র আত্মা দান করিবার নিমিত্ত সদাপ্রভুকে যথেষ্ট বিরক্ত করিতে ইচ্ছুক নহি। সদাপ্রভু এই ব্যাপারে তাহাকে বিরক্ত করিতে বলেন। তিনি চাহেন যেন আমরা আমাদের সকল আবেদন সিংহাসনের দিকে সাগ্রহে প্রেরণ করি। -FF 537 (1909). LDEBeng 134.7