Go to full page →

সংস্কার সাধনের সহিত পুনর্জাগরণ থাকা আবশ্যক LDEBeng 135

পবিত্র আত্মার পরিচর্য্যা কার্য্যের আওতায় একটি পূনর্জাগরণ ও একটি সংস্কারসাধন আবশ্যই সংঘটিত হইতে হইবে। পূনর্জাগরণ ও সংস্কারসাধন দুইটি পৃথক বিষয় । পূনর্জাগরণ অর্থ আধ্যাত্মিক জীবনের নবায়ন, মনও অন্তরের শক্তিগুলি ত্বরান্বিত করণ, আধ্যাত্মিক মৃত্যু হইতে একটি পুনরুত্থান। সংস্কার সাধনের অর্থ পুনর্গঠন, চিন্তা ও মতবাদে, অভ্যাস ও কার্য্যকলাপে একটি পরিবর্তন। আত্মার পুনর্জাগরণের সহিত যুক্ত না হইলে সংস্কার সাধন ধার্মিকতার উত্তম ফল আনয়ন করিতে পারে না। পুনর্জাগরণ ও সংস্কারসাধনকে তাহাদের নির্ধারিত কার্য্য করিতে হইবে আর এই কার্য্য করিতে গিয়া তাহাদিগকে অবশ্যই মিশ্রিত হইতে হইবে। —RH Feb. 25, 1902. LDEBeng 135.2