Go to full page →

আমাদিগকে অবশ্যই ঝগড়া-বিপদ পরিত্যাগ করিতে হইবে LDEBeng 135

কার্য্যকারীগণের নিজেদের অন্তরে যখন চিরন্তন খ্রীষ্ট থাকেন, যখন সকল স্বার্থপরতার মৃত্যু হয়, যখন কোন প্রতিযোগিতা থাকে না, যখন উচ্চক্ষমতার লড়াই থাকে না, যখন একতা বিদ্যমান থাকে, যখন তাহারা নিজেদিগকে পবিত্র করে, যেন একে অন্যের প্রতি প্রেম দৃষ্ট এবং অনুভূত হয়, তখন যেমন ঈশ্বরের প্রতিজ্ঞার একমাত্র কি এক বিন্দুও কখনই অসফল হইবে না তখনই নিশ্চিত রূপে পবিত্র আত্মার অনুগ্রহের বর্ষণ তাহাদের উপরে বর্ষিত হইবে। কিন্তু যখন অপরের কার্য্য অবমূল্যায়ন করা হয়, যেন কার্য্যকারীগণ তাহাদের নিজেদের শ্রেষ্ঠতা দেখাইতে পারে; যখন প্রমাণিত হয় যে তাহাদের কার্য্যে যে স্বাক্ষর বহন করা উচি ছিল তাহা করে না, ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিতে পারেন না। —ISm 175 (1896). LDEBeng 135.3

আমরা যদি প্রভুর সেই মহাদিনে, আমাদের উচ্চদূর্গ, খ্রীষ্টের সহিত আমাদের আশ্রয়রূপে দন্ডায়মান হই, আমাদিগকে সকল প্রকার হিংসা, ক্ষমতার দ্বন্দ্ব পরিত্যাগ করিতে হইবে । আমরা অবশ্যই সর্বোতভাবে ঐ সকল অপবিত্র বস্তুর মূল ধ্বংস করিব, যেন ঐ সকল পুনরায় আমাদের জীবনে অঙ্কুরিত হইতে না পারে। আমরা সম্পূর্নভাবে সদাপ্রভুর পক্ষে দাঁড়াইব। — TDG 258 (1903). LDEBeng 136.1

খ্রীষ্টিয়ানগণ সকল বিবাদ পরিত্যাগ করিয়া হারানোদিগকে উদ্ধারের নিমিত্ত নিজেদিগকে ঈশ্বরের নিকটে সমর্পন করুক। তাহারা বিশ্বাস সহকারে প্রতিজ্ঞাত আশীর্বাদ যাঞা করুক, এবং তাহা আসিবে। —8T21 (1904). LDEBeng 136.2