Go to full page →

পরস্পর প্রেম কর LDEBeng 136

খ্রীষ্টধর্ম পরস্পরের প্রতি কোমলতম স্নেহমমতার বর্হি প্রকাশ।... যাহাদিগকে তিনি সৃষ্টি করিয়াছেন তাহাদের নিকট হইতে খ্রীষ্টকে সর্বোৎকৃষ্ট প্রেম পাইতে হইবে। তিনি ইহাও চাহেন যে, মানুষ তাহার সহমানবের নিমিত্ত পবিত্র শ্রদ্ধা লালন করিবে। প্রত্যেক মুক্তি প্রাপ্ত আত্মা, ঈশ্বরে উৎপন্ন প্রেমের দ্বারা মুক্ত হইবে। স্বার্থপরতা হইতে ঈশ্বরের প্রতি এবং পরস্পরের প্রতি পবিত্রীকৃত স্নেহ মমতায় পরিবর্তনই প্রকৃত পরিবর্তন । - ISM 114, 115 (1901). LDEBeng 136.3

গুণাবলীর মধ্যে যেগুলিকে ঈশ্বর সর্বোচ্চ মূল্যদান করেন তাহা প্রেম ও শুদ্ধতা । এই গুণাবলী প্রত্যেক খ্ৰীষ্টিয়ানের হৃদয়ে পোষণ করা কর্তব্য। 5T 85 (1882). LDEBeng 136.4

সুসমাচারে পক্ষে জোয়ালে যুক্তি স্নেহশীল ও স্নেহযোগ্য খ্রীষ্টিয়ান। - MH 470 (1905). LDEBeng 136.5