Go to full page →

পঞ্চম আঘাত LDEBeng 174

দুষ্ট লোকেরা জয়ধ্বনি, বিদ্রুপ, এবং অভিসম্পাত করিতে করিতে তাহাদের শিকারের উপরে প্রায় ঝাঁপাইয়া পড়িবে, এমতাবস্থায় দেখ রাত্রি অন্ধকার হইতে ঘন অন্ধকার; পৃথিবীর উপরে পতিত হইল। অত:পর ঈশ্বরের সিংহাসনের মহিমায় উদ্ভাসিত একটি মেঘধনু রংধনু মনে হইল যেন প্রার্থনারত দলের উপরে চক্র বেষ্টিত হইল। ক্রোধান্বিত জনতাকে হঠা গ্রেপ্তার করা হইল। ব্যঙ্গ-উপহাসকারীদের চিকার থামিয়া গেল । তাহারা তাহাদের মারাত্বক ক্রোধের লক্ষবস্তু ভুলিয়া গেল। ভীতিকর বিপদের আশঙ্কায় তাহারা ঈশ্বরের প্রতীজ্ঞার প্রতীকের দিকে চাহিয়া ইহার আচ্ছন্নকারী উজ্জ্বলতায় আশ্রয় লইতে ইচ্ছা করিল । ----- --মধ্যরাত্রিতে ঈশ্বর তাঁহার লোকদের উদ্ধারের নিমিত্ত তাঁহার শক্তি প্রকাশ করিলেন। সূর্য্য মহা পরাক্রমে উজ্জ্বল হইয়া উদিত হইল । লক্ষণ ও চিহ্ন কাৰ্য্য সমূহ শীঘ্র পরপর ঘটিয়া যায়। দুষ্টেরা যখন এই দৃশ্য ভয় ও বিস্ময়ের সহিত দেখে, ধার্মিকেরা তখন তাহা অপার আনন্দে তাহাদের মুক্তির প্রতীকরূপে দেখে। - GC 635, 636 (1911). LDEBeng 174.4