Go to full page →

ঈশ্বরের ব্যবস্থা আকাশে প্রকাশিত LDEBeng 175

দুইটি প্রস্তর ফলক একত্রে ভাঁজ করা একটি হস্তে ধৃত অবস্থায় আকাশে দেখা গেল । ভাববাদী বলেন, “আর স্বর্গ তাঁহার ধর্মশীলতা জ্ঞাত করিবে, কেননা ঈশ্বর স্বয়ং বিচার কর্তা” (গীত ৫০:৬)। সেই পবিত্র ব্যবস্থা, ঈশ্বরের ধার্মিকতা, যাহা মেঘগর্জন ও অগ্নি শিখার মধ্যদিয়া সীনয় হইতে জীবনের পথ প্রদর্শক রূপে ঘোষণা করা হইয়াছিল,এখন বিচারের মানদন্ডরূপে মনুষ্যদের নিকটে প্রকাশিত হইল। হস্ত ফলক দুইটি দেখা গেল দশ আজ্ঞার বিধান অগ্নিদ্বারা অঙ্কিত শব্দগুলি এত সরল যে সকলে তাহা পাঠ করিতে পারে। স্মৃতি ফিরিয়া আসিল, বিপথগামীতা, অন্ধকার ও কুসংস্কারের অন্ধকার প্রত্যেক মন হইতে অপসারিত হইল এবং ঈশ্বরের দশটি বাক্য সংক্ষিপ্ত, বোধ ও ক্ষমতা শালী রূপে পৃথিবী নিবাসীগণের গোচরে উপস্থাপিত করা হইল - GC 639 (1911). LDEBeng 175.1