Go to full page →

পরিত্রাণের দ্বার রুদ্ধ হইবার পরে মহা সঙ্কটের সময় আরম্ভ হইবে LDEBeng 179

খ্রীষ্ট যখন মনুষ্যের পক্ষে তাঁহার মধ্যস্থতা কার্য্য বন্ধ করিবেন, তখন এই সঙ্কট কাল আরম্ভ হইবে। তখন প্রত্যেকের মামলার সিদ্ধান্ত গ্রহণ করা হইয়াছে, এখন পাপ হইতে পরিষ্কার করিতে কোন প্রায়শ্চিত্তকারী রক্ত থাকিবে না। যীশু যখন ঈশ্বরের সম্মুখ হইতে মনুষ্যের মধ্যস্থতাকারীর পদ পরিত্যাগ করিবেন তখন এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হইবে, “যে অধর্মচারী, সে ইহার পরেও অধর্মাচরণ করুক; এবং যে কলুষিত, সে ইহার পরেও কলুষিত হউক; এবং যে ধার্মিক, সে ইহার পরেও ধর্মাচরণ করুক; এবং যে পবিত্র, সে ইহার পরেও পবিত্রীকৃত হউক “[প্রকাশিত ২২:১১]। অতঃপর ঈশ্বরের নিয়ন্ত্রণকারী আত্মা পৃথিবী হইতে প্রত্যাহার হইল। — PP 201 (1890). LDEBeng 179.2