Go to full page →

ঈশ্বরের লোকেরা তাহাদের সম্মুখের পরীক্ষার সময়ের নিমিত্ত প্রস্তুত LDEBeng 179

তৃতীয় দূতের বার্তা প্রচার সমাপ্ত হইলে পৃথিবীর দোষী অধিবাসীদের নিমিত্ত দয়া আর অনুরোধ করেন না। ঈশ্বরের লোকেরা তাহাদের কার্য্য সমাপ্ত করিয়াছে। তাহারা “অন্তিমবর্ষা” “প্রভুর সন্মুখ হইতে তাপশান্তি” লাভ করিয়াছে, এবং তাহারা তাহাদের সম্মুখের পরীক্ষার সময়ের নিমিত্ত প্রস্তুত। LDEBeng 179.3

দূতগণ স্বর্গে ব্যস্ত হইয়া আসা যাওয়া করিতেছেন। একজন দূত পৃথিবী হইতে ফিরিয়া আসিয়া ঘোষণা করিলেন, যে তাহার কার্য্য সমাপ্ত হইয়াছে; জগতের উপর অন্তিম পরীক্ষা আনীত হইয়াছে, এবং যাহারা ঐশ্বরিক আদেশের প্রতি নিজেদিগকে অনুগত রাখিয়াছে, তাহারা সকলে জীবস্তু ঈশ্বরের মুদ্রাঙ্কন প্রাপ্ত হইয়াছে। অতঃপর যীশু উপরস্থ ধর্মধামে তাঁহার মধ্যস্থতাকারী কার্য্য বন্ধ করেন।....খ্রীষ্ট তাঁহার লোকদের নিমিত্ত প্রায়শ্চিত করিয়াছেন এবং তাহাদের পাপসকল মুছিয়া ফেলিয়াছেন। তাঁহার প্রজাগণের সংখ্যা পূর্ণ হইয়াছে; “আর রাজত্ব, কর্তৃত্ব ও সমস্ত আকাশ মন্ডলের অধঃস্থিত রাজ্যের মহিমা “পরিত্রাণের উত্তরাধিকারীগণকে দেওয়া হইবে এবং যীশু রাজাদের রাজা ও প্রভুদের প্রভুরূপে রাজত্ব করিবেন। —GC 613, 614 (1911). LDEBeng 179.4