Go to full page →

উপলব্ধির ক্ষমতার বাহিরে, এত ভয়াবহ LDEBeng 180

আমাদের সম্মুখে যে নিদারুণ বেদনা ও মনকষ্টের সময় আসিতেছে, তাহাতে এমন বিশ্বাসের প্রয়োজন যাহা ক্লান্তি; বিলম্ব এবং ক্ষুধা সহ্য করিতে পারিবে-এমন বিশ্বাস যাহা কঠিনতম পরীক্ষায়ও অচৈতন্য হইয়া পরিবে না।--- LDEBeng 180.1

“সঙ্কটকাল” শীঘ্রই আমাদের উপর আসিয়া পরিতেছে “যাহা”---এখন “পর্য্যন্ত কখনও হয় নাই”; এবং আমাদের এমন একটি অভিজ্ঞতার প্রয়োজন যাহা আমাদের এখন নাই। এবং অনেকে পরিশ্রমবিমুখতার কারণে অর্জন করিতে পারিবে না। প্রায়ই দেখা যায় যে প্রত্যাশিত বিপদকে বাস্তব হইতে বড় করিয়া দেখা হয়; কিন্তু আমাদের সম্মুখস্থ সমস্যা সেরূপ হইবে না। অতি উজ্জ্বল উপস্থাপনাও এই কঠোর পরীক্ষার বিশালত্বের নাগাল পাইবে না — GC 621,622 (1911) LDEBeng 180.2

যখন যীশু যাহা পবিত্র স্থান ত্যাগ করেন তখন তাহার নিয়ন্ত্রণকারী আত্মা শাসকবর্গ এবং লোকদের হইতে প্রত্যাহার করা হয়। তাহাদিগকে মন্দ দূতগণের নিয়ন্ত্রণে ছাড়িয়া দেওয়া হয়। তখন শয়তানের পরামর্শে ও নির্দেশে এরূপ আইন প্রণীত হইবে যে, সময় সংক্ষিপ্ত না হইলে কাহাকেও বাঁচান যাইবে না। LDEBeng 180.3