Go to full page →

অহশ্বেরশ কর্তৃক জারিকৃত আদেশের ন্যায় মৃত্যুর আদেশ LDEBeng 182

ঈশ্বরের অবশিষ্টাংশ লোকদের বিরুদ্ধে অবশেষে যে আদেশজারি হইবে তাহা যিহুদীগণের বিরূদ্ধে অহশ্বেরশের জারিকৃত আদেশের অনুরূপ। প্রকৃত মন্ডলীর শত্রু শাব্বাথ আজ্ঞা পালনকারী ক্ষুদ্রদলের মধ্যে রাজদ্বারে উপবিষ্ট একজন মদখয়কে দেখিতে পায়। ঈশ্বরের লোকদের, যাহারা সদাপ্রভুর ভয় বিসর্জন এবং তাঁহার শাব্বাথ পদদলিত করিয়াছে; তাহাদের নিকট ঈশ্বরের লোকদের তাঁহার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা একটি অবিরাম তিরষ্কার স্বরূপ। —PK 605 (c. 1914). LDEBeng 182.5

আমি দেখিয়াছি পৃথিবীর নেতৃস্থানীয় লোকেরা একত্রে পরামর্শ করিতেছে এবং শয়তান ও তাহার দূতগণ তাহাদের চতুর্দিকে ব্যস্ত রহিয়াছে। আমি একটি লেখা দেখিলাম, তাহার কপি দেশের বিভিন্ন অংশে বিলি করা হইল, তাহাতে এই আদেশ ছিল যে সাধুগণ তাহাদের স্বতন্ত্র বিশ্বাস ত্যাগ করিবে, শাব্বাথ পরিত্যাগ করিবে এবং সপ্তাহের প্রথম দিন পালন করিবে, তাহা না করিলে, একটি নির্দিষ্ট সময়ের পরে লোকেরা তাহাদিগকে হত্যা করিতে পারিবে। —EW 282, 283 (1858). LDEBeng 182.6

যদি ঈশ্বরের লোকেরা তাহাদের আস্থা তাঁহার উপরে রাখে এবং বিশ্বাসে তাঁহার শক্তির উপরে নির্ভর করে, তাহা হইলে শয়তানের সকল চক্রান্ত লক্ষণীয়ভাবে, মর্দখয়ের সময়ের ন্যায়, আমাদের সময়েও ব্যর্থ হইবে। —ST Feb. 22, 1910. LDEBeng 183.1