Go to full page →

অবশিষ্টেরা ঈশ্বরকে তাহাদের প্রতিরক্ষার উপায় করিয়াছে LDEBeng 183

“তৎকালে যে মহান অধ্যক্ষ তোমার জাতির সন্তানদের পক্ষে দাঁড়াইয়া থাকেন, সেই মিখায়েল উঠিয়া দাঁড়াইবেন, আর এমন সঙ্কটের কাল উপস্থিত হইবে, যাহা মনুষ্যজাতির স্থিতিকাল অবধি সেই সময় পৰ্য্যন্ত কখনও হয় নাই; কিন্তু তৎকালে তোমার স্বজাতীয় যে কাহারও নাম পুস্তকে লিখিত পাওয়া যাইবে, সে উদ্ধার পাইবে” [দানি ১২:১]। যখন এই সঙ্কটের কাল উপস্থিত হইবে, সমস্ত মামলা স্থিরীকৃত হইয়াছে; পরিত্রাণের দ্বার খোলা নাই, অনুশোচনা বিহীনদের নিমিত্ত কোন দয়া নাই। জীবন্ত ঈশ্বরের মুদ্রাঙ্ক তাঁহার লোকদের উপরে রহিয়াছে। এই ক্ষুদ্র অবশিষ্টাংশ নাগের বাহিনী কর্তৃক পরিচালিত জাগতিক শক্তিসমূহের মারাত্মক সংঘর্ষ হইতে নিজেদিগকে বাঁচাইতে না পারিয়া ঈশ্বরকে তাহাদের প্রতিরক্ষার উপায় করিয়াছে। পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতা কর্তৃক জারিকৃত আদেশ এই যে, তাহারা পশুর ভজনা করিবে এবং অত্যাচার ও মৃত্যুর যাতনা প্রয়োগে তাহার ছাপ ধারণ করিবে। ঈশ্বর এখন তাঁহার লোকদের সাহায্য করুন, কারণ এরূপ ভয়াবহ সঙ্কটের সময় তাহারা তাঁহার সাহায্য ব্যতিরেকে কী করিতে পারিবে। — 5T 212, 213 ( 1882). LDEBeng 183.2