Go to full page →

সাধুগণ তাহাদের জীবন হারাইবে না। LDEBeng 186

যাহারা পশুর আদেশে বা পশুর ছাপ ধারণ করিতে নতি স্বীকার করিবে এবং যাহারা রূপান্তরের অপেক্ষায় রহিয়াছে তাহারা দুষ্টেরা ধ্বংস করুক ঈশ্বর তাহা হইতে দিবেন না। আমি দেখিয়াছি যে, যদি দুষ্টদিগকে সাধুগণকে হত্যা করিতে দেওয়া হয় তাহা হইলে শয়তান এবং তাহারা দুষ্টবাহিনী, এবং যাহারা ঈশ্বরকে ঘৃণা করে, তাহারা খুশী হইবে। আহা, যাহারা তাহাদের প্রীতির পাত্রকে দেখিবার নিমিত্ত অপেক্ষায় ছিল তাহাদের উপরে এই শেষ যুদ্ধে ক্ষমতা লাভ করিতে তাহার শয়তানী রাজাগিরির কি দারুণ বিজয়। যাহারা সাধুগণের উর্দ্ধে যাইবার ধারণায় উপহাস করিয়াছে, তাহারা লোকদের প্রতি ঈশ্বরের যত্নের সাক্ষী থাকিবে, এবং তাহাদের গৌরবময় মুক্তি সন্দর্শন করিবে। —EW 284 (1858). LDEBeng 186.1

ঈশ্বরের লোকেরা দুঃখ-কষ্টমুক্ত থাকিবে না; যখন নির্যাতিত এবং হতাশাগ্রস্ত থাকিবে যখন অভাব যন্ত্রণা ভোগ করিবে, খাদ্যাভাবে কষ্ট পাইবে, তখন তাহাদিগকে ধ্বংস হইতে ছাড়িয়া দেওয়া হইবে না। —GC 629 (1911). LDEBeng 186.2

এই সময় যদি খ্রীষ্টের বিশ্বস্ত সাক্ষীগণের রক্ত পাতিত হয়, তাহা হইলে তাহা সাক্ষ্যমরগণের রক্তের ন্যায় বপিত বীজের ন্যায় ঈশ্বরের নিমিত্ত কোন ফসল উপন্ন করিবে না। —GC 634 (1911). LDEBeng 186.3