Go to full page →

ঈশ্বর যোগাইবেন LDEBeng 186

সদাপ্রভু আমাকে বারংবার দেখাইয়াছেন যে সঙ্কট কালে আমাদের পার্থিব অভাবের কোন প্রকার পূর্বোপায় করা বাইবেল বিরুদ্ধ। আমি দেখিয়াছি যে সঙ্কটকালে যদি সাধুগণের নিকটে খাদ্য মজুদ বা ক্ষেত্রে শস্য থাকে, তবে তাহা হইলে যখন দেশে খড়গ, দুর্ভিক্ষ; এবং মহামারী দেখা দিবে, তখন উহা হিংস্র হস্ত দ্বারা ছিনাইয়া লওয়া হইবে, এবং বিদেশীরা তাহাদের ফসল কাটিয়া লইবে । LDEBeng 186.4

তখন আমাদের নিকট ঈশ্বরের উপরে সম্পূর্ণ আস্থা স্থাপন করিবার সময় আসিবে, এবং তিনি আমাদিগকে পালন করিবেন। আমি দেখিয়াছি এই সময় আমাদের খাদ্য ও পানীয় নিশ্চিত হইবে, আমাদের কোন অভাব বা ক্ষুধায় কষ্ট পাইবে না, কারণ প্রান্তরে ঈশ্বর আমাদের সম্মুখে মেজ সাজাইতে সক্ষম। যদি প্রয়োজন হয় তিনি এলিয়কে যে খাদ্য দিয়াছিলেন তদ্রুপ আমাদের ও দাঁড়াকাক পাঠাইয়া খাদ্য সরবরাহ করিবেন, অথবা ইস্রায়েলদের যেরূপ দিয়াছিলেন আমাদেরও তদ্রুপ মান্না বর্ষণ করিবেন। - EW 56 (1851). LDEBeng 186.5

আমি দেখিয়াছি আমাদের সম্মুখে একটি সঙ্কটের কাল রহিয়াছে; যখন ঈশ্বরের লোকেরা দারুণ প্রয়োজনে কেবল রুটি ও জল দ্বারা বাঁচিতে বাধ্য হইবে।...সঙ্কট কালে কেহ হস্তদ্বারা কার্য্য করিবে না। তাহাদের যন্ত্রণা মানসিক হইবে, এবং ঈশ্বর তাহাদের নিমিত্ত খাদ্য যোগাইবেন। Ms 2, 1858. LDEBeng 187.1

আমাদের সম্মুখে একটি সঙ্কট কাল রহিয়াছে এবং দারুণ প্রয়োজনে ঈশ্বরের লোকদিগকে আত্মত্যাগ করিতে হইবে এবং কেবল প্রায় রক্ষার নিমিত্ত সামান্য খাদ্য গ্রহণ করিতে হইবে কিন্তু ঈশ্বর আমাদিগকে সেই সময়ের নিমিত্ত প্রস্তুত করিবেন। কিন্তু সেই ভয়ঙ্কর সময়ে আমাদের অভাব ঈশ্বরের সবলকারী শক্তি প্রদান করিতে এবং তাহারা লোকদের পালন করিতে ঈশ্বরের সুযোগ হইবে। — IT 206 (1859). LDEBeng 187.2

সঙ্কট কালে অবশিষ্টদিগের নিকট কেবল রুটি ও জল প্রতিজ্ঞা করা হইয়াছে। -SR 129 (1870). LDEBeng 187.3

খ্রীষ্টের আগমনের কেবলই পূর্বে, সঙ্কট কালে ধার্মিকগণ স্বর্গীয় দূতগণের সেবা দ্বারা সংরক্ষিত হইবে। PP 256 (1890) LDEBeng 187.4