Go to full page →

যাহারা তাহাকে বিদ্ধ করিয়াছিল তাহাদের প্রতিক্রিয়া LDEBeng 194

যাহারা খ্রীষ্টের ক্রুশোরোপণ ও প্রত্যাখান বিশিষ্ট ভূমিকা রাখিয়াছিল তাহারা তাঁহাকে তিনি যেরূপ তাহা দেখিতে আসিল, আর যাহারা খ্রীষ্টকে প্রত্যাখান করিয়াছিল, তাহারা সাধুগণকে গৌরবান্বিত হইতে দেখিল এবং ঠিক সেই মুহূর্তে, চক্ষের পলকে, সাধুগণ রূপান্তরিত হইল এবং আকাশে তাহাদের প্রভুর সহিত মিলিত হইতে উর্দ্ধে নীত হইল। যাহারা তাঁহাকে বেগুনীয়া বস্ত্র পরাইয়াছিল, যাহারা তাঁহার মস্তকে/কাঁটার মুকুট পরাইয়াছিল এবং যাহারা হস্ত এবং পদদ্বয়ে প্রেক ঠুকিয়াছিল, তাহারাই তাঁহার দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া বিলাপ করিল। - MR-252 (1886) LDEBeng 194.1

তাহারা স্মরণ করিল কিরূপে তাঁহার প্রেম উপেক্ষা এবং তাঁহার করুণার অমর্য্যাদা করা হইয়াছিল। তাহারা চিন্তা করিল, কিরূপে একজন নরঘাতক ও দস্যু বারব্বাকে তাঁহার পরিবর্তে বাছিয়া লওয়া হইল, কিরূপে যীশুকে কাঁটার মুকুট পরানো হইল, বেত্রাঘাত ও ক্রুশারোপিত করা হইল, কিরূপে ক্রুশের উপরে তাঁহার যন্ত্রণা কালে যাজকবর্গ এবং শাসন কর্তাগণ তাহাকে বিদ্রূপ করিল, বলিল “ঐ ব্যক্তি অন্য অন্য লোককে রক্ষা করিত, আপনাকে রক্ষা করিতে পারে না; এখন ক্রুশ হইতে নামিয়া আইসুক; তাহা হইলে আমরা উহার উপরে বিশ্বাস করিব।” খ্রীষ্টের উপরে অর্পিত সকল অপমান ও প্রচণ্ড বিদ্বেষ তাঁহার শিষ্যগণের উপরে কৃত সকল অত্যাচার, যখন এই সকল পৈশাচিক কাৰ্য্য সংঘতিত হইয়াছিল সেই সময়ের ন্যায় তাহাদের স্মৃতিতে তাজা হইয়া দেখা দিবে । LDEBeng 194.2

যে স্বর প্রায়শ অনুরোধ ও অনুনয়ের সময় শ্রুত হইত তাহা পুনরায় তাহাদের কর্ণে শ্রুত হইবে । ত্রাণকর্তা যেরূপ কথা বলিতেন, তাহার প্রতিটি শব্দ তাহাদের কর্ণে স্পষ্ট ধ্বনিত হইবে । অতঃপর যাহারা তাঁহাকে বিদ্ধ করিয়াছিল তাহারা প্রস্তর ও পর্বতগণকে তাহাদের উপরে পতিত হইতে বলিল এবং যিনি সিংহাসনে বসিয়া আছেন তাঁহার সম্মুখ হইতে এবং মেষশাবকের রোষ হইতে নিজেদিগকে লুকাইতে চাহিল। -Letter 131, 1900.. LDEBeng 194.3