Go to full page →

গুহা এবং গহবর এবং অন্ধকার কারাগার হইতে LDEBeng 195

পৃথিবীর পর্বতমূহের সুরক্ষিত আশ্রয়, গুহা এবং গহবরে ত্রাণকর্তা তাঁহার উপস্থিতি ও তাঁহার মহিমা প্রকাশ করেন । LDEBeng 195.5

আর কিছুক্ষণ মাত্র, যিনি আসিবার তিনি আসিবেন এবং দেরী করিবেন না । তাঁহার চক্ষু প্রজ্জ্বলিত অগ্নির ন্যায় দৃঢ়বদ্ধ, ভূগর্ভস্থ অন্ধকার কারাগার ভেদ করিয়া লুকায়িত দিগকে খুঁজিয়া বাহির করিবে, কারণ তাহাদের নাম মেষশাবকের জীবন পুস্তকে লিখিত রহিয়াছে। ত্রাণকর্তার চক্ষু আমাদের উপরে, চুতুর্দিকে রহিয়াছে, প্রত্যেকটি কষ্ট লক্ষ্য করেন, প্রত্যেকটি বিপদ উপলব্ধি করেন, এরূপ কোন স্থান নাই যেখানে তাঁহার চক্ষু LDEBeng 195.6

ভেদ করিতে পারে না, তাঁহার লোকদের এরূপ কোন শোক ও যন্ত্রণা নাই যেখানে খ্রীষ্টের সহানুভূতি পৌঁছিতে পারে না ........... LDEBeng 196.1

ঈশ্বরের সন্তান প্রথম দৃষ্টিতে যীশুখ্রীষ্টের মহিমা দেখিয়া ভীত বিহবল হইয়া পড়িবে। সে অনুভব করিবে যে সে তাঁহার পবিত্র উপস্থিতিতে বাঁচিতে পারিবে না। কিন্তু তাহার নিকট যোহনের ন্যায় বাক্য উপস্থিত হয় “ভয় করিও না।” যীশু যোহনের উপরে তাঁহার দক্ষিণ হস্ত স্থাপন করিয়াছিলেন; তিনি তাহাকে অধোপতিত অবস্থান হইতে তুলিয়াছিলেন। তদ্রুপ তিনি তাহার অনুগত আস্থাবানদিগের নিমিত্ত করিবেন। -TMK 360, 361(1886). LDEBeng 196.2

ঈশ্বরের উত্তরাধিকারীগণ; চিলেকোঠা হইতে জীর্ণকুটির হইতে, ভূগর্ভস্থ অন্ধকার কারাগার হইতে, বধ্যমঞ্চ হইতে, পর্বতমালা হইতে; মরুভূমি হইতে, পৃথিবীর গুহাসকল হইতে ও সমুদ্রের অতল গহবর হইতে আসিয়াছে। GC 650 (1911). LDEBeng 196.3