Go to full page →

পর্বতমালা এবং খনিসমূহ এবং মহাসাগরের গভীরতা হইতে LDEBeng 196

খ্রীষ্ট যখন, যাহারা বিশ্বস্ত ছিল তাহাদিগকে, আপনার নিকট সংগ্রহ করিতে আইসেন তখন শেষ তুরী বাজিবে, তখন সুউচ্চ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হইতে আরম্ভ করিয়া গভীরতম খনিসমূহের গর্ভের গুপ্ত স্থানসমূহ এবং সমগ্র পৃথিবী তাহা শ্রবণ করিবে। মৃত ধার্মিকেরা শেষ তুরী ধ্বনি শনিবে, কবর হইতে বাহির হইয়া অমরতা পরিহিত হইবে এবং তাহাদের প্রভুর সহিত সাক্ষাৎ করিবে। —7 BC 909 (1904). LDEBeng 196.4

যাহারা পৃথিবীর বিভিন্ন স্থান হইতে পার্বত্য গুহা হইতে, ভূগর্ভস্থ অন্ধকার কারাগার হইতে, পৃথিবীর গুহা হইতে, জলরাশির গভীর হইতে আসিবে সেই সকল ধার্মিকগণের পুনরুত্থানে আমি আনন্দে থাকি । একজনও উপেক্ষিত হইবে না। প্রত্যেকে তাঁহার রব শুনিবে। তাহারা শোভাযাত্রাসহ বিজয়োল্লাস করিতে করিতে আসিবে। - Letter 113, 1886. LDEBeng 196.5

যখন জীবনদাতা, খ্রীষ্ট মৃতগণকে ডাকিবেন তখন পাহাড় এবং পর্বতমালায় (সুইজার ল্যান্ড) কী দৃশ্য দেখা যাইবে। তাহারা গহবর হইতে, ভূগর্ভস্থ অন্ধকার কারাগার হইতে, গভীর কূপসমূহ হইতে এবং যেখানে তাহাদের দেহ কবরস্থ করা হইয়াছে তথা হইতেই আসিবে। Letter 97, 1886. LDEBeng 196.6