Go to full page →

ফুল, ফল এবং জীবজন্তু LDEBeng 203

আমি আর একটি ক্ষেত্রপূর্ণ সকল প্রকারের ফুল দেখিলাম, এবং আমি সেগুলি ছিড়িবার কালে চিৎকার করিয়া উঠিলাম, “ইহারা কখনও ম্লান হইবে না ।” পরে আমি একটি লম্বা ঘাস পূর্ণ ক্ষেত্র দেখিলাম, দেখিতে চমৎকার, ইহা জীবন্ত সবুজ এবং রাজা যীশুর গৌরব করিবার সময় হেলিয়া দুলিয়া স্বর্ণালী এবং রূপালী আভা ছড়াইতেছিল। পরে আমরা আর একটি সর্ব প্রকার জীবজন্তু পূর্ণ ক্ষেত্রে প্রবেশ করিলাম -সিংহ, মেষশাবক, চিতাব্যাঘ্র ভল্লুক সব সম্পূর্ণ ঐক্যে বাস করিতেছে। আমরা তাহাদের মধ্যদিয়া চলিয়া গেলাম এবং তাহারা শান্তিপূর্ণ ভাবে আমাদের পশ্চাদনুসরণ করিল। LDEBeng 203.5

অত:পর আমরা জঙ্গলে প্রবেশ করিলাম, এই জঙ্গল আমাদের এই স্থানের ন্যায় অন্ধকার পূর্ণ নহে; না, না, কিন্তু আলো এবং সর্বত্র মহিমান্বিত; বৃক্ষের শাখা সমূহ এদিক ওদিক আন্দোলিত এবং চিৎকার করিয়া উঠিলাম, ” আমরা প্রান্তরে নিরাপদে বাস করিব, জঙ্গলে ঘুমাইব।” আমরা জঙ্গলের মধ্য দিয়া চলিয়া গেলাম, কারণ আমরা সিয়োন পর্বতের পথে ছিলাম । LDEBeng 204.1

পর্বতের উপরে একটি মন্দির ছিল |---- -স্থানটি সৌন্দর্য্য মন্ডিত করিবার নিমিত্ত তথায় সর্ব প্রকার বৃক্ষরাজি ছিল। চিরহরিৎ বৃক্ষ পাইন বৃক্ষ, দেবদারু বৃক্ষ, তেল বৃক্ষ, সুগন্ধি চিরহরিৎ বৃক্ষ; ডালিম বৃক্ষ, এবং ডুমুর বৃক্ষ মৌসুমী ডুমুরের ভারে নত ছিল- এই সকল স্থানটিকে সার্বিক মহিমা মন্ডিত করিয়াছিল। ... LDEBeng 204.2

আমি, একটি নিখাঁদ রৌপ্যের একটি টেবিল দেখিলাম, ইহা বহু মাইল লম্বা হইলেও আমাদের চক্ষু ইহার উপরে বিস্তৃত ছিল । আমি জীবন বৃক্ষের ফল মান্না বাদাম, ডুমুর, ডালিম, আঙ্গুর এবং আরও অন্যান্য প্রকার ফলের বৃক্ষ দেখিলাম । আমি যীশুর নিকট এই ফল খাইতে দিতে বলিলাম । —EW 18, 19 (1851). LDEBeng 204.3